এখন পড়ছেন
হোম > জাতীয় > এটাই শেষ নির্বাচন! মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র জল্পনা, নতুন করে শুরু বিতর্কের রেশও!

এটাই শেষ নির্বাচন! মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র জল্পনা, নতুন করে শুরু বিতর্কের রেশও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারে তিন দফায় শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। আর সেখানে সেয়ানে সেয়ানে লড়াইয়ে অবশেষে জয় পেয়েছে এনডিএ জোট। কিন্তু দল হিসেবে প্রথম স্থানে থাকতে দেখা গেছে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দলকে। আর সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

তবে এক্ষেত্রে তিন বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেট একক দল হিসেবে তিন নম্বরে এসে পৌঁচেছে বলে জানা গেছে। আর সেখানেই প্রশ্ন উঠতে দেখা গিয়েছিল তিন নম্বরে থেকেও কি চতুর্থবারের জন্য নিতিশকেই মুখ্যমন্ত্রীর গদিতে বসতে দেখা যাবে কিনা। আর এই প্রসঙ্গে নীতীশ জানিয়েছিলেন যে কে মুখ্যমন্ত্রী হবে, তার সিদ্ধান্ত এনডিএ নেবে।

সেখানে চিরাগ পাসোয়ানের দল, লোক জনশক্তি পার্টির ভবিষ্যত্‍ নিয়েও বিজেপিই যে সিদ্ধান্ত নেবে এমনটাই জানিয়েছিলেন তিনি। তবে এরই মধ্যে বিজেপির তরফে কিন্তু বারবার ক্ষমতায় এলে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন সেকথা দাবি করা হয়। তবে সেক্ষেত্রে ভোটের আগে বিহারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে, বিহারে এনডিএ জোটের মুখ নীতীশ কুমারই।

তাই তাঁদের জোটের মধ্যেই রাখা হবে বলে জানান তিনি। নির্বাচনে জেতার পরেও বিজেপি নেতৃত্ব জানিয়েছিল যে নীতীশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু তারই মধ্যে ফের নীতীশের মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে বলে জানা গেছে। তথ্য সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এটাই তাঁর শেষ নির্বাচন বলে জানিয়েছিলেন। যা থেকে রাজনীতি থেকে তাঁর অবসর নেওয়ার জল্পনা শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এরই মধ্যে সোমবার চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা তাঁর, তবুও এখনই যে তিনি অবসর নিচ্ছেন না, সেকথাই জানা গেছে। আর এক্ষেত্রে জল্পনার কারণ স্বরূপ তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জনতা দল ইউনাইটেড নেতা। তাঁর কথায় “আমি অবসরের কথা বলিনি। আমি প্রতিটি নির্বাচনের শেষ নির্বাচনী প্রচারে এই একই কথা বলি যে, যার শেষ ভাল তার সব ভাল। যদি আপনারা ভাল করে আমার বক্তব্য শোনেন তাহলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে।”

তবে বিহারের পুর্নিয়াতে শেষদিনের নির্বাচনী প্রচারে জেডিইউ প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে নীতীশ কুমার ঠিক কি বলেছিলেন, সেটা জানতে গিয়ে জানা গেছে, “এটাই নির্বাচনের শেষ দিন। এরপরের দিনই নির্বাচন শেষ হয়ে যাবে এবং এটা আমার শেষ নির্বাচন। যার শেষ ভাল তার সব ভাল।” যদিও তাঁর এই মন্তব্যের পরেই এই কথার বিরোধিতা করতে দেখা গিয়েছিল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডিকে।

সেখানে একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নীতীশকে কটাক্ষ করতে দেখা গেছে। যেখানে নীতীশ কুমারকে বিজেপির উদ্দেশে বলতে শোনা গিয়েছিল, “হয় থাকব, নয়তো মাটিতে মিশে যাব। কিন্তু আপনাদের সঙ্গে কোনও জোট নয়। এই অধ্যায় শেষ হয়ে গিয়েছে।” কিন্তু এই কথার পরেও এই নির্বাচনে বিজেপির সঙ্গেই জোট বাঁধতে দেখা গিয়েছিল তাঁকে।

আর সেই নিয়েও নীতীশের কথার কোনও মূল্য নেই বলেই কটাক্ষ করতে দেখা গিয়েছিল আরজেডিকে। যদিও নীতীশের এদিনের মন্তব্যের পরে আরজেডির তরফে এখনও কিছু বলা হয়নি, তবে ভবিষ্যতে কি প্রতিক্রিয়া আসে, এখন সেটাই অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!