এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দুই হেভিওয়েট কংগ্রেস নেতার সাক্ষাৎ, বিরোধী জোট কি ধীরে ধীরে রূপ পাচ্ছে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দুই হেভিওয়েট কংগ্রেস নেতার সাক্ষাৎ, বিরোধী জোট কি ধীরে ধীরে রূপ পাচ্ছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময় যত বাড়ছে, ততই 24 এর লোকসভা নির্বাচনে মোদি বিরোধী জোটকে আরও সক্রিয় করতে ক্রমশ এগিয়ে চলেছেন তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই তাঁর লক্ষ্য সর্বভারতীয় রাজনীতিতে উঠে আসা এবং সেক্ষেত্রে গেরুয়া শাসনের অবসান যে অত্যন্ত প্রয়োজনীয় সেকথা ভালই বুঝেছেন তৃণমূল সুপ্রীমো। আর তাই মোদী শাসনের অবসান করতে দেশের সমস্ত বিরোধীদলকে একজোট করে লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন। আর সেখানেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যেমন বৈঠক করেছেন, ঠিক তেমনি কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার সঙ্গেও তাঁর বৈঠক ছিল।

কার্যত প্রশাসনিক এবং রাজনৈতিক দুই ধরনের কর্মসূচী তিনি সেখানে বসে চালাচ্ছেন। মঙ্গবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আগে কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং আনন্দ শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মুখ্যমন্ত্রীর দিল্লীর বাসভবনে দেখা করতে আসেন কংগ্রেস নেতা কমলনাথ। সেখান থেকে তিনি বেরিয়ে সাংবাদিকদের সামনে বলেন, বিজেপিকে হারানোর ক্ষমতা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভা নির্বাচনে তিনি বিজেপিকে হারিয়ে দেশকে বার্তা দিয়েছেন। অন্যদিকে 2024 নিয়ে কোন কথা হয়েছে কিনা তার উত্তরে কমলনাথ জানিয়েছেন, দলের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হবে। একই সাথে কমলনাথ জানিয়েছেন, বিরোধী দলের নেতৃত্বে কে থাকবেন সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে কমলনাথ বেরিয়ে যাবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন তাঁর বাড়িতে আনন্দ শর্মা। দীর্ঘদিনের কংগ্রেস নেতা জানিয়ে গেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর। নির্বাচনে জেতার পর তিনি মমতা ব্যানার্জ্জীকে অভিনন্দন জানাতে এসেছিলেন।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মুখ্যমন্ত্রীর আগামী কর্মসূচিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শুধুমাত্র লোকসভা নির্বাচনের কথাই ভাবছেন। আর সেই অনুযায়ী তাঁর রণনীতি প্রস্তুত হচ্ছে। সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক নতুন কোন রাজনৈতিক মোড় তৈরি করে কিনা, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!