এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন – চাঞ্চল্যকর অভিযোগ সাংসদের

মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন – চাঞ্চল্যকর অভিযোগ সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ধাপে-ধাপে সুর চড়াচ্ছে গেরুয়া দলের দিলীপ ঘোষ থেকে লকেট চ্যাটার্জি, সৌমিত্র খাঁ থেকে অর্জুন সিং। বিভিন্ন ইস্যুতে ক্রমাগত বাক্যবাণ নিক্ষেপ করছে শাসক দলের প্রতি তাঁরা। মুহুর্মুহু হাজারো একটা অভিযোগের আঙুল তুলছেন রাজ্য প্রশাসনের দিকে। এতদিন পর্যন্ত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি সহ অন্যান্য বিভিন্ন অভিযোগ এনেছে গেরুয়া শিবির।

আর এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ আনলেন। অর্জুন সিং এককালে তৃণমূলের অতিপরিচিত নেতা হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু পরবর্তীতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন এবং তারপর থেকেই বহু বিতর্কিত মন্তব্যের জন্য তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। তবে এবার অর্জুন সিং মুখ খুলেছেন নদীয়া জেলা নিয়ে।

তার অভিযোগ নদীয়া জেলায় ব্লাড ব্যাংকে যেসব টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, তাদের মধ্যে 22 জন কে মুসলিম নিযুক্ত করা হয়েছে। এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে বলে তিনি জানান। অন্যদিকে এই ঘটনার উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের অভিযোগ এনে ব্যারাকপুরের সংসদের বক্তব্য হলো, ‘নদীয়ায় শুধুমাত্র মুসলমানদের ল্যাব টেকনিশিয়ান পদে বহাল করার বিষয়টি একটি জল্পনা। মমতা সরকার কেবলমাত্র মুসলিম জনগণকে অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের ভোট ব্যাংককে শক্তিশালী করতে চাইছে। শুধুমাত্র ৩০ শতাংশ মুসলিম তাঁদের পক্ষে থাকলেও, বাকি ৭০ শতাংশ মানুষ তাঁদের বিপক্ষেই রয়েছে’।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে বরাবরই দেখা গেছে শাসকদলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করতে। শুধু তাই নয়, উচ্চস্বরে মাইক বাজিয়ে আজান পড়ার বিরুদ্ধেও তিনি কোর্টে একসময় মামলা করেন। তবে এদিন তিনি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণের রাজনীতি নিয়ে যেভাবে আক্রমণ করলেন তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এদিন অর্জুন সিং এর দাবি, বাংলায় সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপর অত্যাচার চালানো হচ্ছে।

অর্জুন সিং এর এই অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। যদিও অর্জুন সিং এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূল শিবির থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এদিন বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপর অত্যাচার হচ্ছে বলে যে অভিযোগ এনেছেন অর্জুন সিং তা নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের দিকেই নজর এখন বাংলার রাজনৈতিক জগতের। আর সেদিকে লক্ষ্য রেখে ক্রমশ রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেদেরকে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!