এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রেকর্ড গড়লেন মমতা! দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে স্কলারশিপ বাংলাতেই!

রেকর্ড গড়লেন মমতা! দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে স্কলারশিপ বাংলাতেই!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহুদিন থেকেই সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দকৃত অর্থ বহু রাজ্য খরচ করতে পারেনি বলে অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠতে দেখা গিয়েছিল। সেখানে অভিযোগের তালিকার প্রথমেই উঠে এসেছিল উত্তরপ্রদেশের নাম। সেখানে করোনা মহামারীর মধ্যেই প্রায় ৫০ লক্ষ সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ দিচ্ছে রাজ্য।

আর এই সংখ্যার নিরিখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেশের মধ্যে রেকর্ড গড়তে চলেছে বলে জানা গেছে। বিশেষ করে করোনা পরিস্থিতিতে এত সংখ্যক পড়ুয়াকে নবান্নের আর্থিক সহায়তা দেওয়া নজির বিহীন বলেই মনে করছে সকলে। এমনকী সেখানে কেন্দ্রের ন্যাশনাল স্কলারশিপ প্রকল্পকেও পিছনে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বস্তুত, কেন্দ্রীয় সরকারের প্রায় আটটি মন্ত্রক মিলে পড়ুয়াদের আর্থিক সাহায্য দেয়। আর সেক্ষেত্রে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। তবে এবার রাজ্যের স্কলারশিপ প্রাপক সেই সংখ্যাকেও ছাপিয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে শুধু মুসলিমই নয়, মেধার ভিত্তিতে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ও শিখ সম্প্রদায়ের পড়ুয়ারাও স্কলারশিপ পাবেন বলেই জানা গেছে।

সেইসঙ্গে ইতিমধ্যেই ১লা আগস্ট থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে। অন্যদিকে সরকারের এই উদ্যোগে যে ভালই সাড়া পাওয়া গেছে, সেই কথাও জানা গেছে। সংখ্যালঘু দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ পড়ুয়া আবেদন করেছেন বলে জানা গেছে।

এবার দেখতে গেলে, এখনও বাকি ২০ দিন। এর মধ্যে আবেদনকারীর সংখ্যা লক্ষমাত্রা ছুঁয়ে ফেলবে বলেই আশাবাদী রয়েছেন দপ্তরের শীর্ষকর্তারা। এখানে জানা গিয়েছে, রাজ্যের তরফে মোট পাঁচ ধরনের স্কলারশিপ দেওয়া হয়। যেমন, প্রি-মেট্রিক, পোস্ট-মেট্রিক, মেরিট কাম মিনস, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস এবং ট্যালেন্ট সাপোর্ট স্টাইপেন্ড।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রতিটি বৃত্তি প্রকল্পেই বাৎসরিক হারে ১১০০ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় বলে জানা গেছে। বস্তুত, দশম শ্রেণী থেকে এমফিল কিংবা একাধিক উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃত্তি পেতে পড়ুয়ারা আবেদন করতে পারেন। সেখানে সরকারি তরফে বিবেচিত হলে বৃত্তির টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় বলেই জানা গেছে।

এবিষয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান পি বি সেলিম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে একটিও সংখ্যালঘু ছেলেমেয়ে এই স্কলারশিপ থেকে যাতে বাদ না যায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। সেইসঙ্গে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান হয়েছে।

তাঁর কথায়, আগে কেন্দ্রের কাছে ছেলেমেয়েরা আবেদন করত। আর সেখানে মাত্র ৩০ শতাংশ পড়ুয়াই বৃত্তি পেতেন। কিন্তু এই উদ্যোগে গত বছর প্রায় ৪২ লক্ষ সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ প্রদান করেছিল রাজ্য। যা কিনা টাকার হিসেবে প্রায় ৭০০ কোটি টাকা ছিল।

আর এক্ষেত্রে চলতি বছর বাড়তি আবেদনের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়তি অর্থের সংস্থান রাখা হয়েছে বলেও জানা গেছে। এই বিষয়ে অর্থদপ্তরের অন্য এক শীর্ষকর্তা জানিয়েছেন, এইবছর বাড়তি আবেদনের জন্য অতিরিক্ত ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, গত বছরের সঙ্গে হিসেব মিলিয়ে এবার সংখ্যালঘু বৃত্তি খাতে প্রায় ৭৩০ কোটি টাকা খরচ হতে পারে বলেই মনে করা হয়েছে।

আর এই পুরো টাকাটাই রাজ্যের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে কেন্দ্রের তরফে অল্প সংখ্যক পড়ুয়াকেই এই বৃত্তির টাকা দেওয়া হত। কিন্তু তাতে বাংলার অধিকাংশ সংখ্যালঘু ছাত্রছাত্রীরাই বঞ্চিত হতেন। ফলে অর্থের অভাবে পরবর্তী শিক্ষার সুযোগ পেতেন না। আর এই বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার এককভাবে বৃত্তি প্রদানে উদ্যোগী হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!