এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীকে একাধিক বিষয়ে আক্রমণ শানালেন বিজেপি নেতা মুকুল রায়

মুখ্যমন্ত্রীকে একাধিক বিষয়ে আক্রমণ শানালেন বিজেপি নেতা মুকুল রায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিরোধী দল তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যজুড়ে ইতিমধ্যেই বাংলার মসনদ দখলের লড়াই তুঙ্গে। চলছে রাজনৈতিক দলগুলির জোরদার তৎপরতা নিজের নিজের দলীয় সংগঠনকে শক্তিশালী করার। গেরুয়া শিবির রাজ্যের শাসক দল তৃণমূলকে কোণঠাসা করার জন্য বেছে নিয়েছে অভিযোগের অস্ত্র। দুর্নীতিসহ একাধিক অভিযোগে বিদ্ধ করছে প্রতিনিয়ত তৃণমূলকে। পাশাপাশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পড়ছেন গেরুয়া শিবিরের আক্রমণের মুখে।

লোকসভা নির্বাচনের শুরু থেকেই গেরুয়া শিবির পাখির চোখ করেছে বাংলার বিধানসভা নির্বাচনকে। আর সেই পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে তাঁরা। রাজ্য নেতৃত্ত্বের পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতারাও বিভিন্ন জেলায় ছুটে বেড়াচ্ছেন প্রচারের কাজে। সম্প্রতি কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন দেশজুড়ে কৃষকরা। রাজ্য বিজেপির বিরুদ্ধে অস্ত্র করে তোলা হয়েছে কৃষি আইনকে। কিন্তু কেন্দ্রের কৃষি বিলের বিপক্ষে যেরকম বিক্ষোভ করছে একাধিক রাজনৈতিক দল, সেরকমই কৃষির বিলের পক্ষেও সভা করে জানান দিচ্ছে গেরুয়া শিবির। যেমন- আজ দক্ষিণ 24 পরগণার পাথরপ্রতিমায় কৃষি বিলের পক্ষে জনসভার আয়োজন করে গেরুয়া শিবির।

এই বিশাল জনসভায় উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। প্রসঙ্গত তাঁরা প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন আজকের সভায়। আর এদিনের জনসভা থেকেই বিজেপি নেতা মুকুল রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ধরে আক্রমণ করেন। মুকুল রায় এদিন দাবি করেন, বাংলার এমন কোন জায়গা নেই যেখানে শান্তিতে মানুষ বাস করছে। পাশাপাশি তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, খেলা, মেলা সবই হয়েছে। কিন্তু রাজ্যে কোথাও চাকরি হয়নি। পাশাপাশি আজ মুকুল রায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখেন প্রকাশ্য জনসভা থেকে যে তৃণমূল সরকার কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং 10 বছর পরে সেই প্রতিশ্রুতি কি রূপ ধারণ করেছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাথরপ্রতিমার মঞ্চ থেকে এদিন আত্মবিশ্বাসের সুরেই মুকুল জানান, রাজ্য থেকে 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার বিদায় নিতে চলেছে। এদিন রাজ্য সরকারের প্রতি একের পর এক অভিযোগ তুলে মুকুল রায় বিদ্যুতের ভাড়া বেশি নেওয়া নিয়েও ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষজ্ঞদের মতে, বাংলাতে একুশের লড়াইতে গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধে প্রয়োগ করতে শুরু করেছে ভুরিভুরি অভিযোগ এবং প্রকাশ্য জনসভায় এই অভিযোগ তুলে ধরে জনগণের মনে তৃণমূলের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপি এবং তৃণমূল প্রত্যেকেই চাইছে বাংলার দখল।

একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই গেরুয়া শিবির তাঁদের একমাত্র প্রতিপক্ষ হিসেবে তৃণমূলকে সামনে রেখেই আক্রমণ চালাচ্ছে। ক্রমাগত গেরুয়া শিবিরের আক্রমণের ধার বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে জিতে বাংলার মসনদ দখল যে একমাত্র লক্ষ্য বিজেপির তা ইতিমধ্যেই পরিষ্কার। ক্রমশ, একুশের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে কিন্তু প্রেস্টিজের লড়াই হয়ে দাঁড়াচ্ছে। তাই এই লড়াইয়ে জিততে তাঁরা মরিয়া। আপাতত দেখার, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে গেরুয়া শিবির, তা বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে বিশাল কোন প্রভাব ফেলতে পারে কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!