এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার মুখ্যমন্ত্রীর ঘুম ওড়াতে চলেছেন রাজ্যের প্রধান শিক্ষকরা? নতুন হুঁশিয়ারিতে বাড়ছে জল্পনা

এবার মুখ্যমন্ত্রীর ঘুম ওড়াতে চলেছেন রাজ্যের প্রধান শিক্ষকরা? নতুন হুঁশিয়ারিতে বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে যেখানে সম্প্রতি রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে, সেখানে রাজনৈতিক বিশ্লেষকরা অনেক ক্ষেত্রেই দাবি করেছিলেন এবার হয়তো তৃণমূলের পতন হবে। কারণ শুভেন্দু অধিকারী তৃণমূলের এমনই একজন নেতা যিনি কিনা তৃণমূলের জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে থেকেছেন এবং দলকে এই জায়গায় নিয়ে যেতে তাঁর যে যথেষ্ট ভূমিকা রয়েছে সে কথাই স্বীকার করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এমন পরিস্থিতিতে বাঁকুড়ার সভা থেকে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চলতি মাসের ১ তারিখ থেকে যা ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বলেই দেখা গেছে। এর ফলে রাজনীতিতে তৃণমূলের ভাগ্যের মোড় ঘুরে যেতে পারে বলেও বলতে শোনা গেছে কোনো কোনো রাজনীতিবিদকে। তাঁদের কথায়, যেভাবে স্বাস্থ্য সাথী প্রকল্প মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন, তাহলে আশ্চর্য হওয়ার তেমন কিছু থাকবে না।

তবে এরই মধ্যে আবারো নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীকে নতুন করে চ্যালেঞ্জ জানিয়ে আন্দোলনের হুশিয়ারি দেখা গেছে রাজ্যের একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের। জানা গেছে, পেশাগত দাবি পূরণ না হলেমুখ্যমন্ত্রীকে এবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে একথা জানাতে দেখা গেছে প্রধান শিক্ষকদের সংগঠন স্টেট ফোরাম অব হেড মাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেসকে।

এক্ষেত্রে প্রধান শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন অ্যাকাডেমিক স্কলারশিপের পাশাপাশি কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী বা মিড ডে মিলের মতো আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত সরকারি প্রকল্পগুলির রূপায়ণে তাঁরা প্রধান ভূমিকা পালন করেন। শুধু তাই নয়, লকডাউনের মধ্যে মিড ডে মিলের সামগ্রী বিলির তদারকি করতে গিয়ে বহু প্রধান শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছ’জন মারাও গিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এরপরও তাঁদের করোনা যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাঁদের কথায়, প্রধান শিক্ষকদের বিভিন্ন কাজের চাপ গত কয়েক বছরে অনেক বেড়ে গেছে। সেইসঙ্গে এই পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠিও বেড়েছে। সেখানে এখন এই পদে আবেদন করতে গেলে পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হয় বলেই জানিয়েছেন তাঁরা।

শুধু তাই নয়, এরই সঙ্গে লিখিত পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয়। তবে, সেক্ষেত্রে উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষকদের কোনও বাড়তি আর্থিক সুবিধে নেই বলেই অভিযোগ করেছেন তাঁরা। সেখানে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা মাত্র ৫০০ টাকা বেশি ভাতা পান। যেখানে দেখতে গেলে এত কাজের চাপ নিয়েও আর্থিক সুবিধে বিশেষ নেই বলেই জানিয়েছেন তাঁরা।

শুধু তাই নয়, এর সঙ্গেই অমর্যাদার অভিযোগও তুলতে দেখা গেছে তাঁদের। সেখানে তাঁদের বক্তব্য এত কিছুর পরেও সরকারের আইএএসএমএস পোর্টালে প্রধান শিক্ষকদের ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মীদের সারিতে রাখা হয়েছে। সেখানে বহুবার প্রতিবাদ করার পরেও এই অবস্থান পরিবর্তন করা হয়নি বলেই জানিয়েছেন তাঁরা।

সেক্ষেত্রে প্রশাসনিক বদলির নামে তাঁদের শাস্তিমূলক বদলি করা হচ্ছে বলেও অভিযোগ জানা গেছে। তাই সেখানে আগের মতো অতিরিক্ত গ্রেড পে এবং উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ক্ষেত্রে দু’টি বাড়তি ইনক্রিমেন্ট দাবি করা হয়েছে বলেই জানা গেছে। সেইসঙ্গে শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতি জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চান। আর সে ক্ষেত্রে তাঁরা অনুমতি না পেলে ১০ই ডিসেম্বর বিকাশ ভবনের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!