এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মুখ্যমন্ত্রীর বিকৃত ভিডিও বানিয়ে বিপাকে বর্ষীয়ান হেভিওয়েট নেতা! বড় অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মুখ্যমন্ত্রীর বিকৃত ভিডিও বানিয়ে বিপাকে বর্ষীয়ান হেভিওয়েট নেতা! বড় অভিযোগ বিজেপির বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মধ্যপ্রদেশ বরাবরই রাজনৈতিক আসরে একটি বিশিষ্ট জায়গা করে নিয়েছে বলে মনে করা হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের রাজনৈতিক পালাবদল নিয়েও কম নাটক হয়নি। কংগ্রেস সরকারকে ফেলে মধ্যপ্রদেশের সিংহাসন দখল করে কেন্দ্রীয় দল বিজেপি। আর তারপর থেকেই কংগ্রেস বনাম বিজেপির রাজনৈতিক লড়াই যেন আরো বেশি জমাট বেঁধেছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি এই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে এবার মধ্যপ্রদেশের বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং চরম বিপাকে পড়েছেন বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, সম্প্রতি বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে মধ্যপ্রদেশে দ্বিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি হল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং সহ একাধিক বিজেপি নেতার ভাবমূর্তি খন্ডন করার জন্য তিনি ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বারবার বলা সত্ত্বেও ওই ভিডিও সোশ্যাল মিডিয়ার পেজ থেকে তিনি সরাননি। যদিও এখনো পর্যন্ত দ্বিগ্বিজয় সিং এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেননি বলে জানা গেছে।

অন্যদিকে মধ্যপ্রদেশের গেরুয়া শিবিরের অভিযোগ, গত 12 ই জানুয়ারি কমল নাথ সরকারের মদ বিক্রি নীতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন শিবরাজ সিং চৌহান। সেই বিবৃতিকে বিকৃত করে প্রচারের হাতিয়ার করেছে কংগ্রেস মহল। ভিডিওটি এডিট করে টুইটারে শেয়ার করা হচ্ছে বলেও জানায় বিজেপি শিবির। অন্যদিকে এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের দাবি, সাধারণ মানুষের মনে বিজেপির প্রতি কুপ্রভাব ফেলার জন্যই কংগ্রেস শিবিরের এই পদক্ষেপ। আর এই পদক্ষেপকে আটকানোর জন্যই মধ্যপ্রদেশ পুলিশের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই দ্বিগ্বিজয় সিং এর শেয়ার করা ভিডিও নিয়ে পুলিশের কাছে স্মারকলিপি হিসেবে জমা দিয়েছে বিজেপির একটি প্রতিনিধিদল। অন্যদিকে কংগ্রেসের দাবি, রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই দ্বিগ্বিজয় সিং এর সম্পর্কে এ ধরনের অভিযোগ করা হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে জানা যাচ্ছে, দ্বিগ্বিজয় সিং সম্প্রতি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং এবং তার সহযোগীদের এক বিরাট দুর্নীতি জনসমক্ষে আনার প্রস্তুতি নিচ্ছিলেন, সে কথা জানতে পেরে বিজেপি শিবির তড়িঘড়ি তাকে বিপাকে ফেলার চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে মধ্যপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছে। যদিও এখনো পর্যন্ত গ্রেপ্তারি সংক্রান্ত কোনো কথা জানা যায়নি। তবে এই পুরো ঘটনাটি যাঁকে ঘিরে অর্থাৎ মধ্যপ্রদেশের বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, তাঁর প্রতিক্রিয়াো জানা যায়নি। তবে রাজ্যের গেরুয়া শিবিরের বিরুদ্ধে তিনি যেভাবে অগ্রসর হয়েছেন, তা নিয়ে অবশ্য দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। আপাতত মধ্যপ্রদেশে কংগ্রেস বনাম বিজেপির লড়াই কোন দিকে মোড় নেয় সেদিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!