এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর দিল্লী সফর নিয়ে একের পর কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের, চাপানউতোর তুঙ্গে

মুখ্যমন্ত্রীর দিল্লী সফর নিয়ে একের পর কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের, চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচন পেরিয়ে গেলেও 24 এর লোকসভা নির্বাচন যত কাছে আসছে, ততই তৃণমূল এবং বিজেপি অপরের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে তুলেছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন। কার্যত তৃণমূল নেত্রীর দিল্লি ভ্রমণ সর্বভারতীয় রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলেই বিবেচিত করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এই দিল্লি ভ্রমণ নিয়ে একের পর এক কটাক্ষ করে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, তাঁর সঙ্গী সাথীদের নিয়েও তীব্র কটাক্ষ আসছে দিলীপ ঘোষের পক্ষ থেকে। সম্প্রতি তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়কে ‘চামচা’ বলে অভিহিত করেছেন।

খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এধরনের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার ঘটনাকে ব্যাপক কটাক্ষ করে দাবি করেছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করতে যাচ্ছেন। অন্যদিকে সোমবার সকালে দিল্লি গেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নিজেও। তার আগে সংসদে তৃণমূল সাংসদদের নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। আর সেক্ষেত্রে দিলীপ ঘোষ নিশানায় রেখেছেন সৌগত রায়কে। একহাত নিয়ে দিলীপ ঘোষ সৌগত রায়ের শিক্ষাদিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তৃণমূল সাংসদ যে শুধুমাত্র নেত্রীর চামচাগিরি করে দিন কাটাচ্ছেন সে কথাও বলেন রাজ্য বিজেপি সভাপতি। স্বাভাবিকভাবে এ ধরনের মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে দিলীপ ঘোষের মতে, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইতে দিল্লী গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একইসাথে পেগাসাস বিতর্ক নিয়েও দিলীপ ঘোষের কাছে প্রশ্ন করলে তিনি পাল্টা পেগাসাস সম্পর্কিত কোনো ধারনাই সাধারণ মানুষের মধ্যে নেই বলে জানান।

দিলীপ ঘোষ একের পর এক কটাক্ষ করে রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করা হয়েছে। তবে এই মুহূর্তে ওয়াকিবহাল মহলের নজর দিল্লির দিকে। কার্যত সেখানে রাজ্যের বিরোধী দলের সভাপতি যেমন উপস্থিত রয়েছেন, ঠিক সেরকমই রাজ্যের শাসকদলের মুখ্যমন্ত্রীও উপস্থিত রয়েছেন। সবমিলিয়ে রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বদের দিল্লি সফর বাংলার রাজনীতিতে কোনো বিশেষ প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!