এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর ঘাড়ে এবার একাধিক দপ্তরের দায়িত্ব! কতটা সামাল দিতে পারবেন তিনি? চলছে ব্যাপক জল্পনা

মুখ্যমন্ত্রীর ঘাড়ে এবার একাধিক দপ্তরের দায়িত্ব! কতটা সামাল দিতে পারবেন তিনি? চলছে ব্যাপক জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পরেই নিশ্চিত হওয়া গেছে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে রাজ্যে তৃণমূল। স্পষ্ট হয়ে যায় দায়িত্ব গ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যাশা অনুযায়ী তাই হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে উপনির্বাচন পর্যন্ত একাধিক পরিবর্তন হয়েছে রাজ্যে। সদ্যই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। অন্যদিকে প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র উপনির্বাচনের লড়াইতে নামেননি। ফলস্বরূপ অর্থ দপ্তর কার হাতে যাবে তাই নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। কিন্তু এবার সমস্ত আলোচনার অবসান। কি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কী কী পরিবর্তন হলো এবার মন্ত্রিসভায়?

গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মন্ত্রিসভার রদবদলের। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবার দায়িত্ব নেন নি। তাঁর বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন অর্থ দপ্তর তিনি নিজের হাতেই রাখবেন। এর ফলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে রাজ্যের আটটি দপ্তর। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন পরিশ্রমি নেতা বলেই জানা যায়। তিনি সবসময়ের প্রশাসনিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন। মুখ্যমন্ত্রী এবার নিজের হাতে রাখলেন স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, কর্মী ও প্রশাসনিক সংস্কার এবং ই-গভর্ন্যান্স।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার সাথে এবার যুক্ত হলো অর্থ দপ্তর। বলাই বাহুল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপর চাপ যে আরো বেড়ে গেল তা নিয়ে কোন সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার জন্য তার দপ্তরে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, ইন্দ্রনীল সেনদের মতন একাধিক প্রতিমন্ত্রী। পাশাপাশি আমলারাও কাজের সঙ্গে যুক্ত থাকছেন। অর্থ দপ্তরে কিন্তু উপদেষ্টা হিসেবে রয়েছেন অমিত মিত্র। এছাড়াও আলাপন বন্দ্যোপাধ্যায়কেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টার জায়গা দিয়েছেন। এছাড়াও মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী তো রয়েছেনই। সবার সাহায্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটটি দপ্তরের কাজ সামলাতে চলেছেন। সদ্যই পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় পরলোক গমন করেছেন।

মঙ্গলবার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব এবার গ্রহণ করলেন পুলক রায়। তাকে সব রকম ভাবে সাহায্য করার জন্য পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন বেচারাম মান্না। ক্রেতা সুরক্ষা দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকে। শিল্প পুনর্গঠন এর দায়িত্ব পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা অতিরিক্ত স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত এই পরিকল্পনায় রাজ্যের যাবতীয় কাজ কতটা শান্তিপূর্ণভাবে হতে চলেছে সেদিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!