এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখমন্ত্রীর ঘোষণাকে অগ্রাহ্য, বিধায়ককে না জানিয়েই প্রকল্পের উদ্বোধন জেলা সভাপতি, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল !

মুখমন্ত্রীর ঘোষণাকে অগ্রাহ্য, বিধায়ককে না জানিয়েই প্রকল্পের উদ্বোধন জেলা সভাপতি, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল !

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বর্তমানে নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছে। রাজনৈতিক মহলেও এই নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। লোকসভা নির্বাচনের পর থেকেই দলের সাংগঠনিক অভাববোধ করায় মমতা ব্যানার্জি ক্রমাগত দলের নিম্নস্তর থেকে উচ্চস্তর সর্বত্র গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার আবেদন করেন। কিন্তু বারংবার এমন বেশ কিছু ঘটনা প্রকাশ্যে আসছে, যা থেকে বোঝা যাচ্ছে তৃণমূল নেত্রীর আবেদন মোটেও দলের সর্বস্তরে কাজ করছেনা। নতুন করে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করে এমন একটি ঘটনা ঘটল ইসলামপুরে। পথশ্রী প্রকল্পের উদ্বোধন ঘিরেই শুরু হয়েছে এখানে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের চর্চা।

ইসলামপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের মাদারীপুরে একটি রাস্তার কাজের সূচনা হয়। কিন্তু সেই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বদলে প্রকল্প উদ্বোধনে থাকেন জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল। অন্যদিকে এলাকায় কানাইলাল আগরওয়াল এবং আব্দুল করিম চৌধুরীর মধ্যে যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব বর্তমান সেকথা সর্বজনবিদিত। কিন্তু পথশ্রী প্রকল্পের উদ্বোধন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বিভিন্ন মহলে উঠলেও এই নিয়ে কিন্তু করিম চৌধুরী কিংবা কানাইলাল আগরওয়াল কেউই কোনো মন্তব্য করেননি। এদিন বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা স্থানীয় বিধায়কের।

কিন্তু এদিনের কর্মসূচিতে তিনি ডাক পাননি বলে জানিয়েছেন। উপরন্তু তিনি এটাও জানিয়েছেন, তাঁর নির্বাচিত এলাকায় তিনি সাতটি রাস্তার সূচনা করেছিলেন। অন্যদিকে কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রতিটি অঞ্চলে রাস্তা হবে। এদিন 500 মিটারের রাস্তার কাজের সূচনা করেন তিনি। তবে আব্দুল করিম চৌধুরীর অনুপস্থিতির কারণের ব্যাখ্যা করতে গিয়ে তিনি নাম না করেই জানান, একজন মানুষের পক্ষে সমস্ত রাস্তার কাজের শিলান্যাস করা সম্ভব নয়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যমল সরকার জানিয়েছেন, এদিনের কর্মসূচিতে স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে না ডাকার কারণ হিসেবে তিনি ব্যস্ত শিডিউলের অজুহাত দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ইসলামপুরের বিডিও শতদল দত্তকে ফোন করা হলেও তাঁর সাথে যোগাযোগ করা যায়নি। পঞ্চায়েত সমিতির কর্মসূচি নিয়ে ব্লকের জয়েন্ট বিডিও যাদব রায় জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। ইসলামপুরের বিভিন্ন এলাকায় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 20.2 কিলোমিটার রাস্তার কাজ হবে বলে জানা গেছে। মোট 37 টি রাস্তা কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। এ জন্য খরচ হতে চলেছে সাড়ে 5 কোটি টাকা। অন্যদিকে বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়ালের দ্বন্দ্ব নিয়ে আগেও গুঞ্জন শোনা গেছে। দলের বিভিন্ন অনুষ্ঠানে আবদুল করিম চৌধুরীকে না রাখা নিয়ে আগেও অভিযোগ উঠেছে।

তবে সম্প্রতি পথশ্রী প্রকল্পের বিভিন্ন কাজের সূচনায় আব্দুল করিম চৌধুরী ডাক পাচ্ছিলেন। হঠাৎ করে তিনি এদিনের কর্মসূচিতে ডাক না পাওয়ায় প্রবল হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের ধারণা। অন্যদিকে, উক্ত অনুষ্ঠানে হাজির না থাকলেও এদিন দুপুরে ইসলামপুরের রামগঞ্জ পঞ্চায়েতে আরেকটি পথশ্রী প্রকল্পের একটি কাজের সূচনা করেন স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতে, বর্তমানে তৃণমূলের সবথেকে বড় সমস্যা হলো গোষ্ঠীদ্বন্দ্ব। বিরোধীরা প্রায়ই এই নিয়ে কটাক্ষ করে থাকে শাসক দলকে। ইসলামপুরের রাস্তা উদ্বোধনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই দলীয় গুঞ্জন শুরু হয়েছে। এবার দেখার পথশ্রী প্রকল্প নিয়ে যে গোষ্ঠীদ্বন্দ্বের গুঞ্জন শুরু হয়েছে, তা আগামী বিধানসভা নির্বাচনের আগে মেটানোর জন্য রাজ্য নেতৃত্ব কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!