এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রী মুখ হিসাবে শাহের আস্তিনে লুকোনো আছে মহাচমক? দলীয় নেতাদের বিশেষ বার্তায় জল্পনা

মুখ্যমন্ত্রী মুখ হিসাবে শাহের আস্তিনে লুকোনো আছে মহাচমক? দলীয় নেতাদের বিশেষ বার্তায় জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে জোর তৎপরতা চলছে গেরুয়া শিবিরে। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মাটিতে কিছু সময়ের জন্য পা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর তারপর দু’দিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পুরোটাই যে আগামী বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপির পরিকল্পনার অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে বঙ্গ বিজেপি শিবিরে কিন্তু এই মুহূর্তে চলছে নিদারুণ অন্তর্দ্বন্দ্ব। পাশাপাশি বঙ্গ বিজেপি শিবিরে কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ নির্ধারিত হয়নি। আর তাই নিয়ে কিন্তু যথেষ্ট গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে।

এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সল্টলেকে ইজেডসিসিতে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদীয়ার কার্যকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। এবং সেখানেই তিনি আগামী কয়েক মাসের সাংগঠনিক প্রচারের পরিকল্পনা বাতলে দিলেন বলে জানা গেছে। সূত্রের খবর, অমিত শাহ জোর দিয়েছেন তৃণমূলের ব্যর্থতার চেয়ে মোদি সরকারের সাফল্যের প্রচারের ওপর। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে চিন্তা না করে অমিত শাহের দাবি নিজেদের কাজ ঠিকমতো করতে হবে। গতকাল দিনভর বাঁকুড়ার বিভিন্ন জেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক বৈঠক সেরেছেন। রাতে বাঁকুড়া থেকেই তিনি কলকাতা ফিরেছেন।

আজ স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেছিলেন সল্টলেকের ইজেডসিসিতে। ঘণ্টা দেড়েকের সাংগঠনিক বৈঠকে একুশের বিধানসভা নির্বাচনের পুরো পরিকল্পনা ছকে দিলেন তিনি বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনের ভোটে যাতে কোনরকম রিগিং না হয় সে দেখার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন বলে জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের বুথ পরিস্থিতি দেখে ইতিমধ্যে অমিত শাহ কড়া নির্দেশ দিয়েছেন, রাজ্যের বুথগুলি শক্তিশালী করার জন্য। প্রতিটি বুথে 40 জনের কমিটি তৈরি করার কথা জানিয়েছেন তিনি। দুর্বল বুথ হলে ক্ষমতায় এলে ক্ষমতা ধরে রাখা যাবে না বলে তিনি জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারই পরিপ্রেক্ষিতে অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাবার সময় নয় এটা। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত দুদিনে কিন্তু সাংগঠনিক জোর বাড়ানোর ওপর নজর দিয়েছেন বেশী। এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল স্তরে ভোটাররা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটাও তিনি ভালো জানেন। আর সে কারণেই গত মঙ্গলবার তিনি বাঁকুড়ায় গিয়ে মধ্যাহ্নভোজন সারেন আদিবাসী দম্পতির বাড়িতে এবং আজ তিনি মধ্যাহ্নভোজন করেন এক মতুয়া দম্পতির বাড়িতে। এ রাজ্যে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তা নিয়ে কিন্তু জল্পনা আজকের নয় বহু দিনের।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এ রাজ্যের প্রতিটি দলের নিজস্ব মুখ্যমন্ত্রীর মুখ রয়েছে একমাত্র বিজেপি ছাড়া। আর সেক্ষেত্রে বাংলায় বিজেপি কিন্তু কিছুটা পিছিয়ে পড়ছে বলে মত অনেকেরই। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার বিজেপিকে উজ্জীবিত করতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখের কোনো প্রয়োজন নেই। বরং সাংগঠনিক কাজের গুরুত্ব অনেক বেশি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তার পর বঙ্গ বিজেপি শিবিরে যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতত অমিত শাহ ফিরে যাবার পর বঙ্গ বিজেপি শিবির তাঁদের প্রচারপর্বে কি নতুনত্ত্ব আনেন সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!