এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করতেই গ্রেপ্তার হলেন যুবক! বাংলা জুড়ে হইচই

মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করতেই গ্রেপ্তার হলেন যুবক! বাংলা জুড়ে হইচই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট ইন্টারনেটের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বর্তমানে হাতের মুঠোয় দুনিয়া। শুধু তাই নয়, এতদিন পর্যন্ত যেসব মানুষদের নিজেদের বক্তব্য পর্যন্ত জানানো যেতনা, তাঁরাও আজকে হাতের সামনে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই নিজেদের দাবিদাওয়া, মন্তব্য ইত্যাদি তুলে ধরেন বিভিন্ন ক্ষেত্রে। অন্যদিকে রাজনৈতিক নেতা-নেত্রীরাও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন জনসমর্থন পাওয়ার আশায়। কিন্তু তার মধ্যেও কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কটুক্তি করার উদ্দেশ্যে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিজনক পোস্ট করে বর্ধমানের মেমারি থানার বিজুরি গ্রামের এক যুবক। আর এই আপত্তিকর পোস্ট বর্ধমান থানার সাইবার পুলিশের নজরে আসার সাথে সাথেই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুদীপ্ত পাল। তাঁর বাড়ি মেমারি থানার বিজুরি গ্রামে। তবে সুদীপ্ত নিজে একাজ করেছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সুদীপ্ত ফেসবুকেই একটি গ্রুপের অ্যাডমিন। সেই গ্রুপে মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি আপত্তিকর পোস্ট করা হয় এবং সে সেটি অ্যাপ্রুভ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিষয়টি নজরে আসার সাথে সাথে সাইবার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে সুদীপ্তকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই সুদীপ্তর মোবাইল এবং সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই গ্রেফতারের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। শুধুমাত্র গ্রুপের অ্যাডমিন হওয়ার জন্য অন্য কারোর দোষের ভাগি কেউ কিকরে হতে পারে এই নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এর আগেও বিভিন্ন বিরোধিতা পূর্ণ পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবং তার জন্য বিভিন্নজনকে পুলিশের হাতেও পড়তে হয়েছে। এমনকি লোকসভা নির্বাচনের পর তৃণমূল নেত্রীর সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য বেশ কয়েকজন যুবক গ্রেপ্তার হয় একসময়। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় কিছু বলা না বলার ওপর কোন নেতা বা নেত্রীর জনপ্রিয়তা নির্ভর করতে পারে না। তবে সোশ্যাল মিডিয়া যেহেতু সবার চোখের সামনে, তাই সেখানে নজরে আসার জন্য কেউ কেউ আপত্তিজনক পোস্ট করে থাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!