এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! এবার খুলে যাচ্ছে সিনেমা হল থেকে শুরু বিনোদন জগতের দরজা!

করোনা আবহে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! এবার খুলে যাচ্ছে সিনেমা হল থেকে শুরু বিনোদন জগতের দরজা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তুলে তাকালেন সংগীতশিল্পী তথা নাটক, থিয়েটার, চলচ্চিত্র প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষদের রোজগারের দিকে। সেইসঙ্গে জানিয়ে দিলেন করোনা সংক্রমনের স্বাস্থ্যবিধি মেনে খুলে যেতে চলেছে সাংস্কৃতিক জগতের প্রাঙ্গণ। আর পয়লা অক্টোবর থেকেই তাই মানুষ আবারও ভিড় জমাতে পারেন সিনমা হলগুলোতে। মার্চ মাসের লকডাউনের পর থেকেই প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সমস্ত বিনোদনের ক্ষেত্রগুলি বন্ধ হয়ে গিয়েছিল। আনলক পর্ব শুরু হলেও এতদিন পর্যন্ত সাংস্কৃতিক জগতকে আনলক করার অনুমতি মেলেনি কোথাও। তবে গতকাল সেই নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে আপাতত কিছুটা স্বস্তিতে রয়েছেন সাংস্কৃতিক জগৎ।

এদিন মুখ্যমন্ত্রী টুইট করে জানান, ১লা অক্টোবর থেকে যাত্রা, নাটক, মুক্তমঞ্চে থিয়েটার, চলচ্চিত্র, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি এবং জাদু প্রদর্শনী শুরু করা যাবে। তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্তও মানতে হবে সকলকে। প্রথমত, এমন অনুষ্ঠান করার ক্ষেত্রে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ জন বা তার কম হতে হবে। দ্বিতীয়ত, সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে তবেই অনুষ্ঠান করতে হবে। তৃতীয়ত, মাস্ক পরা-সহ অন্যান্য করোনা বিধিও মানতে হবে। তবে যদিও এরপর, নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে ৫০ জন পারফর্মার, নাকি পারফর্মার ও দর্শক মিলিয়ে ৫০ জন, সেই নিয়ে সরকারের কাছ থেকে সবিস্তারে গাইডলাইন চেয়েছেন এবং প্রয়োজনে এই পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনৈতিক সাহায্য করা হবে বলেও আশা রেখেছেন। তবে তিনি এটাও বলেন যে, শুধু হল খুলে দিলেই সমস্যার সমাধান হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অন্যদিকে খুশির রেশ দেখা গেছে কলাকুশলীদের মধ্যে। এদিন মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর লোপামুদ্রা জানান শুটিংয়ের ফাঁকে আবেগপ্রবণ হয়ে দিদিকে মনের কথা লেখেন তিনি। সঙ্গে তাঁকে ট্যাগও করেন। তবে এক রাতের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ দেখে নতুন করে আবেগে আপ্লুত তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ সঙ্গীত দুনিয়াকে নতুন অক্সিজেন দিয়েছে বলেই মনে করছেন তিনি। সঙ্গে তিনি যে ভী-ষ-ণ খুশি, সেকথাও জানাতে ভোলেননি। একই ভাবে উচ্ছ্বসিত সঙ্গীতশিল্পী অনুপম রায়। তাঁর কথায় রাতারাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এ ভাবে সাড়া দেবেন, হয় কথা তিনি ভাবতেই পারেননি। তিনি আরো বলেন, করোনা সঙ্গীত দুনিয়ার সঙ্গে যুক্ত থাকা ছোটবড় সমস্ত মানুষেরই উপার্জনে থাবা বসিয়েছে। তবে তাঁর কথায় তিনি পারলে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েন। তবে সব নিয়ম মেনে, গুছিয়ে নিতে যতটা সময় লাগে, সেই টুকু অপেক্ষা করে আছে তিনি।

অক্টোবরের প্রথম দিন থেকে প্রেক্ষাগৃহ খোলার খবরে পরিচালক রাজ চক্রবর্তীরও খুশি হওয়ার কথা জানা গেছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এর থেকে ভাল খবর আর কিছু হয় না। শুধু চলচ্চিত্রই নয়, যাত্রা, নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার ফলে বহু মানুষের রোজগারে সুবিধা হবে। সকলের জন্য এটা খুবই ভাল সিদ্ধান্ত। অন্যদিকে জানা গেছে করোনার কারণে আটকে রয়েছে তাঁর দু’টি ছবিও।তাই ধর্মযুদ্ধ এবং হাবজি-গাবজি নামে দু’টি ছবি তৈরি হয়ে পড়ে থাকলেও এবার সেগুলির মুক্তি নিয়ে এ বার ভাবনাচিন্তা করবেন বলেও জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!