এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > মুখ্যমন্ত্রীর উৎসাহে ৭৫০ কোটি বিনিয়োগে রাজ্যে নতুন প্রকল্প! হবে বড়সড় কর্মসংস্থান?

মুখ্যমন্ত্রীর উৎসাহে ৭৫০ কোটি বিনিয়োগে রাজ্যে নতুন প্রকল্প! হবে বড়সড় কর্মসংস্থান?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যে কোন সংস্থা বিনিয়োগ করেনা বলে বহুদিন ধরেই বিরোধী দলগুলি বলে আসছে। কিন্তু এবার রাজ্যজুড়ে একটা অন্য ছবি দেখা যেতে চলেছে বলে মনে করা হচ্ছে। বহুদিন ধরে মুখ্যমন্ত্রী কয়লা থেকে উৎপন্ন বিদ্যুৎ পরিবেশের খাতিরে বর্জন করার কথা বলছেন। আর তাই এবার সৌর বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, রাজ্যে এবার বড়োসড়ো বিনিয়োগের মাধ্যমে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠতে চলেছে।

সেই অনুযায়ী পরিকল্পনা প্রস্তুত করেছে বিদ্যুৎ দপ্তর বলে জানা গেছে। সূত্রের খবর, এই নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পটি হতে চলেছে মন্দারমনি সংলগ্ন উপকূলবর্তী এলাকায়। জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন হয় 131 মেগাবাইট। কিন্তু এবার কয়লা কেন্দ্রিক উৎপাদনের ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই অনুযায়ী পূর্ব মেদিনীপুরের মন্দারমনি সংলগ্ন উপকূলবর্তী এলাকায় এই অপ্রচলিত শক্তি প্রকল্প তৈরি করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, এই প্রকল্পে খরচ হতে চলেছে 750 কোটি টাকা। তার মধ্যে 600 কোটি টাকা ঋণ নিচ্ছে জার্মানির একটি সরকারি ব্যাংক। অন্যদিকে মনে করা হচ্ছে, পূজোর মধ্যেই এই প্রকল্পের শিলান্যাস হয়ে যাবে। ইতিমধ্যে 592 একর জমি বিদ্যুৎ দপ্তর গ্রহণ করেছে এই সূত্রে। আরও 400 একর জমি অধিগ্রহণের কথাবার্তা চলছে বলে জানা গেছে। সূত্রের খবর, সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনের মোট পরিমাণ দাঁড়াবে গিয়ে 256 মেগাওয়াটে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রস্তাবিত খরচের সিংহভাগ আসবে জার্মানির কেএফডব্লু ব্যাংক থেকে। খুব সামান্য সুদে তারা 600 কোটি টাকা ঋণ দিচ্ছে বলে জানা গেছে। তার সাথেই বিদ্যুৎ দপ্তর দেড়শ কোটি টাকা দিয়ে এই পুরো পরিকল্পনাটি বাস্তবায়িত করবে। অন্যদিকে উৎপাদিত বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে গ্রিডে আনার জন্য ইতিমধ্যে প্রায় ২২০ কেভির একটি সাবস্টেশন তৈরি হওয়া শুরু হয়েছে এগরায়। অন্যদিকে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, সৌরবিদ্যুতের ব্যাপারে মুখ্যমন্ত্রী উল্লেখযোগ্যভাবে উৎসাহ দিয়েছেন।

যার জন্য রাজ্যের 1400 র বেশি স্কুল-কলেজে ইতিমধ্যে সোলার প্যানেল বসানো হয়েছে। গত চার বছরে রাজ্যের সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 2 থেকে 132 মেগাওয়াটে পৌঁছেছে, যা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্যে নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে খুব স্বাভাবিক ভাবেই রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আসবে যা বর্তমান করোনা আবহে যথেষ্ট খুশির খবর বলে মনে করা হচ্ছে। তবে এই নতুন প্রকল্প কত দিনে শুরু হবে তাই নিয়ে উঠেছে প্রশ্ন। তবে রাজনৈতিক মহলের একাংশ মুখ্যমন্ত্রীর এই পরিবেশবান্ধব সিদ্ধান্তকে যথেষ্ট প্রশংসনীয় বলে মন্তব্য করেছে। আপাতত রাজ্য সরকারের নতুন পরিকল্পনার দিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!