এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর ভিভিআইপি কেন্দ্র থেকে লড়াইয়ের সু্যোগ বিজেপির তারকা প্রার্থীর, বিপরীতে তৃণমূলের বর্ষীয়ান নেতা

মুখ্যমন্ত্রীর ভিভিআইপি কেন্দ্র থেকে লড়াইয়ের সু্যোগ বিজেপির তারকা প্রার্থীর, বিপরীতে তৃণমূলের বর্ষীয়ান নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর ভবানীপুর নিয়ে চলছিল ব্যাপক জল্পনা। ইতিমধ্যে ভবানীপুর থেকে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভন দেব চট্টোপাধ্যায় প্রার্থী হিসাবে সামনে আসেন। আর এবার তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের হয়ে লড়াইতে নামলেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল এর আগে বিজেপির প্রার্থী তালিকায় স্থান না পাওয়া নিয়ে জোরদার চর্চা চলছিল রাজনৈতিক মহলে। কিন্তু অবশেষে রুদ্রনীল ঘোষ পেলেন লড়াই করার সুযোগ।

ভিভিআইপি কেন্দ্র ভবানীপুর থেকে তিনি পেয়েছেন লড়াইয়ের সুযোগ। ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাঁর লড়াই তৃণমূলের হেভিওয়েট নেতা শোভনদেব চ্যাটার্জ্জীর সঙ্গে। রুদ্রনীল ঘোষ প্রাণপণ পরিশ্রম করার কথা বলেছেন। ভবানীপুরের মতন হেভিওয়েট কেন্দ্রে রুদ্রনীল ঘোষকে গেরুয়া শিবিরের প্রার্থী দাঁড় করানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক কাটাছেঁড়া। অন্যদিকে রুদ্রনীল ঘোষ প্রার্থী হয়ে জানিয়েছেন, ভবানীপুরের সমস্ত মানুষের সঙ্গে কথা বলে তিনি কাজে নামবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তাঁর ইচ্ছা ছিল শিবপুর থেকে প্রার্থী হওয়ার সেকথাও জানান তিনি। যেহেতু শিবপুরের ছেলে রুদ্রনীল ঘোষ তাই সেখানে সুযোগ পেলে লড়াইয়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতো তাঁর বলে জানিয়েছেন তিনি। তবে দলের নির্দেশ মেনে তিনি ভবানীপুর থেকে প্রাণপণ লড়বেন। একসময় শাসকদলের ঘনিষ্ঠ ছিলেন এই রুদ্রনীল ঘোষ। পরে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়ার সঙ্গে সঙ্গেই রুদ্রনীল ঘোষও বিক্ষুব্ধ নেতা হিসেবে তৃণমূল থেকে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন এবং গেরুয়া শিবিরে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে গিয়ে।

সেই রুদ্রনীল ঘোষ ভবানীপুরে প্রার্থী হওয়ায় শাসক শিবিরকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার দাবি জানাচ্ছে বিজেপি। একদিকে তৃণমূলের নেতা শোভন দেব চট্টোপাধ্যায়, অন্যদিকে রুদ্রনীল ঘোষ- খুব স্বাভাবিকভাবেই ভবানীপুরের মত ভিভিআইপি কেন্দ্রে শোভনদেব চ্যাটার্জ্জীর মত বর্ষীয়ান হেভিওয়েট নেতার সঙ্গে লড়াই রুদ্রনীল ঘোষের কাছে অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে কতটা মুখ রক্ষা করতে পারেন রুদ্রনীল, সেদিকেই এখন নজর রাখবে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!