এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীও কি পড়েছেন পেগাসাসের কবলে? তৃণমূল সাংসদের বক্তব্যে তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে

মুখ্যমন্ত্রীও কি পড়েছেন পেগাসাসের কবলে? তৃণমূল সাংসদের বক্তব্যে তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দা ওয়ার পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট জাতীয় রাজনীতিকে উত্তাল করে দিয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে, দেশের প্রায় ৩০০ জন ব্যক্তির মোবাইলের উপর নজরদারি করা হয়েছে ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে। যাদের মধ্যে রয়েছেন একাধিক বিরোধী নেতৃত্ব, একাধিক ব্যবসায়ী ও একাধিক সাংবাদিক। এমনকি তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের ফোনেও নজরদারি চালানো হয়েছে বলে, আশঙ্কা করা হচ্ছে এই রিপোর্টে। আবার, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও নজরদারি করা হয়েছে বলে, আশঙ্কার কথা জানানো হয়েছে।

এই অবস্থায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে পর্যন্ত নজরদারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই তাঁকে এই আশঙ্কার কথা বলেছেন। এ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন যে, তাঁরা আশঙ্কা করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়িপাতা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেই এই আশঙ্কার কথা তাঁদেরকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। তাঁর সঙ্গে কথা বলার সময় তাঁদেরকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানিয়েছেন যে, সোমবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। এই সময়েই এমন আশঙ্কার কথা তাঁকে জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখিয়েছে একাধিক বিরোধী দল। তবে, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরনের কোন হ্যাকিং এর ঘটনা আদৌ ঘটেনি। কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। ভারত হল একটি মজবুত গণতান্ত্রিক রাষ্ট্র। যেখানে সমস্ত নাগরিকের গোপনীয়তা রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়। আবার মোবাইল হ্যাক করে তথ্য চুরি করা হয়েছে, তার কোন প্রমাণ এখনো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জানা গেছে, ফরেনসিক পরীক্ষা না হলে এর জোরালো প্রমাণ কখনোই পাওয়া যাবে না।

তবে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত পেগাসাস কাণ্ডে কেন্দ্রীয় সরকার নিজের অবস্থান স্পষ্ট না করবে, ততক্ষণ তাঁরা সংসদ অচল করে রাখবেন। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, হতভাগ্যদের জন্য দু মিনিটের নীরবতা পালন করা হয়। কিন্তু পেগাসাস নিয়ে নজরদারি করেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের মুখ রক্ষা করতে পারেননি। ২০২৪ সালের জন্য আরও শক্তিশালী অস্ত্র জোগাড় করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!