এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য হেভিওয়েটদের জন্য এবার বিলাসবহুল বিমান ভাড়া নিল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য হেভিওয়েটদের জন্য এবার বিলাসবহুল বিমান ভাড়া নিল রাজ্য সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এবার দেশজয়ের লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের। মুখ্যমন্ত্রীকে জাতীয় নেত্রী হিসেবে তুলে ধরতে উদ্যোগী হয়েছে তৃণমূল। একারণে বারবার দিল্লি যাবার প্রয়োজন দেখা দেবে মুখ্যমন্ত্রীর। দিল্লি ছাড়াও দেশের একাধিক স্থানে বারবার যাত্রা করতে হবে মুখ্যমন্ত্রীকে। তাই মুখ্যমন্ত্রীর জন্য এবার একটি বিলাসবহুল বিমান ভাড়া নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য হেভিওয়েটরাও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন এতে করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে ফ্রান্সের জেসল্ট সংস্থার তৈরি এই বিমানটি ভাড়া নিয়েছে রাজ্য সরকার। দুটি ইঞ্জিন যুক্ত এই বিমানটিতে দশ জন মানুষের বন্দোবস্ত রয়েছে। এই বিমানের জন্য মাসে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে রাজ্যকে। সংস্থার সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী মাসে কমপক্ষে ৪৫ ঘন্টার ভাড়া দিতে হবে সংস্থাকে। যার জন্য খরচ হবে মাসে অন্তত ২ কোটি ২৫ লক্ষ টাকা। প্রতি ঘন্টায় এই বিমানের ভাড়া পাঁচ লক্ষ টাকা। তবে, ৪৫ ঘণ্টার বেশি যদি বিমান ব্যবহার করা হয়, তবে প্রতি ঘন্টায় আরো পাঁচ লক্ষ টাকা করে বাড়তি ভাড়া দিতে হবে।

বিলাসবহুল এই বিমানে থাকবেন দুজন পাইলট, একজন ইঞ্জিনিয়ার ও একজন বিমান সেবক। তিন বছর তারা পাঁচতারা হোটেলে থাকবেন বলে জানা গেছে। তবে তাদের জন্য রাজ্যকে কোন অর্থ খরচ করতে হবে না। জানা যাচ্ছে ,এই বিমানটি আগামী তিন দিনের মধ্যে এসে পৌঁছাবে। কলকাতা বিমানবন্দরে বিমানটি রাখার বন্দোবস্ত করা হয়েছে। এবার থেকে মুখ্যমন্ত্রীর সফরে এই বিমান ব্যবহার করা হবে। সম্প্রতি, মুখ্যমন্ত্রীর রয়েছে উত্তরবঙ্গ সফর, সেখানে এই বিমানটি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। দিল্লি থেকে এই বিলাসবহুল বিমানটি ভাড়া নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!