এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী সহ তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন হেভিওয়েট বিজেপি নেতা

মুখ্যমন্ত্রী সহ তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে সরগরম বঙ্গ রাজনীতি। এক দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে অপর দলের নেতা-নেত্রীদের তীব্র কটাক্ষ, অভিযোগ বারবার শোনা যাচ্ছে। এরপর এর বিরুদ্ধে চলছে পাল্টা কটাক্ষ ও অভিযোগের পালা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। সম্প্রতি এক টুইট করে রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

টুইট করে অমিত মালব্য জানালেন যে, তাঁরা জানেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে বাংলায় কত দাঙ্গা হয়েছে? তিনি অভিযোগ করেছেন, দাঙ্গার পর দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে, সেইসঙ্গে চলেছে হত্যালীলা, অনাচার রাজ্যজুড়ে। জনতা যখন চিৎকার করছিলেন, সে সময় মমতা বন্দোপাধ্যায় তুষ্টিকরনের রাজনীতিতে ব্যস্ত ছিলেন। ভোটব্যাঙ্ক খুশি করতে প্রতিকারের সমস্ত পথ দমন করেছিল তৃণমূল। অনাচার, বোমাবাজি,অগ্নিসংযোগ সমস্ত বিষয়ে নিশ্চুপ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারে নির্বাচন সামনে এগিয়ে আসতে রং বদলে নিয়ে ধার্মিক হবার ছলনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, বসিরহাটের দাঙ্গা, বাদুড়িয়ায় দাঙ্গায় কোন কোন নেতারা জড়িত ছিলেন? নোয়াখালীতে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের জন্য কে দায়ী? নদীয়ায় দাঙ্গার সময়ে কে অন্যায়কারীদের পাশে দাঁড়িয়েছিলেন? তিনি অভিযোগ করেছেন, কালিয়াচক, ধুলাগর, তেলিনি পাড়া সহ পশ্চিমবঙ্গের কোন অংশই তৃণমূলের দাঙ্গার কবল থেকে বাঁচতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, সমস্ত ক্ষেত্রেই পক্ষপাত করেছে তৃণমূল। সমস্ত ক্ষেত্রে লুকোচুরি করেছে তৃণমূল। তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তদন্ত করা হয়নি। দোষীদের বিরুদ্ধে তদন্ত না করে প্রতিকার করা হয়েছে মানুষের বিরুদ্ধে। তিনি প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রীর কি একটুও লজ্জা করেনা? তুষ্টিকরনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে, উন্মাদদের পক্ষ অবলম্বন করে, আইন-শৃঙ্খলা ভেঙে দেওয়া নিস্কর্মা তৃণমূল সরকার চালাতে মুখ্যমন্ত্রীর কি একটুও লজ্জা করে না? প্রশ্ন করেছেন তিনি।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জানালেন যে, এটা হল সেই পশ্চিমবঙ্গ যেখানে সরস্বতী পুজো করতে গেলে বাধা দেওয়া হয়। এটা হলো সেই পশ্চিমবঙ্গ, যেখানে দূর্গা পূজার বিসর্জনে বাধা দেয়া হয়, ছট পুজো করতে গেলে বাধা দেয়া হয়। কিন্তু মহরমের সময় বিশেষভাবে ছাড়পত্র দেয়া হয়। তিনি অভিযোগ করেছেন, আজ এই ভন্ড মানুষগুলো ধার্মিক হয়ে ওঠার চেষ্টা করছেন। কিন্তু রাজ্যের মানুষ সমস্ত কিছু জানেন। রাজ্যবাসী রুখে দাঁড়াবেন। ২০২১ সালে আসল পরিবর্তন আসবে।

এভাবেই, ভোটের মুখে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। ইতিপূর্বেও বিজেপির পক্ষ থেকে বারবার তুষ্টিকরণের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, রাজ্যের আইনশৃংখলার চরম অবনতি ঘটেছে। তৃণমূলের পক্ষ থেকে বারবার উন্নয়নের দাবি করা হলেও, তৃণমূল সরকারের আমলে রাজ্যের কোন উন্নতিই ঘটে নি। বরং রাজ্যে কোন শিল্প না আসায়, রাজ্যের বেকার সমস্যা মাত্রাছাড়া ভাবে বৃদ্ধি পেয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!