এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীকে একটি আসন থেকে লড়াই করার চ্যালেঞ্জ বিজেপির

মুখ্যমন্ত্রীকে একটি আসন থেকে লড়াই করার চ্যালেঞ্জ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসক দল তৃণমূলের সর্বেসর্বা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ইমেজকে কাজে লাগিয়েই গত ২০১১, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছিল তৃণমূল। ২০১৬ সালের নির্বাচনের সময়ে জানানো হয়েছিল যে, সমস্ত বিধানসভা কেন্দ্রে তিনিই প্রার্থী। আগামী বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রীর ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা তৃণমূলের। আবার আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার, এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন একাধিক বিজেপি নেতা।

নন্দীগ্রামের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তিনি লড়াই করবেন। তবে তাঁর কেন্দ্র ভবানীপুরকেও নিরাশ করবেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শুভেন্দু অধিকারী জানিয়ে ছিলেন যে, ৫০ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যয়কে পরাস্ত করবেন তিনি। মুখ্যমন্ত্রীকে একটি কেন্দ্রেই দাঁড়াবার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে টুইট করে হুঁশিয়ারি দিলেন একাধিক বিজেপি নেতা।বিজেপি নেতা মুকুল রায় ট্যুইট করে জানিয়েছেন যে, বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন, তা তিনি নিজেই ঘোষণা করেছেন। এই কেন্দ্র থেকে তিনি জিতবেন, এমনটা সুনিশ্চিত হলে তবেই তিনি ঘোষনা করুন যে, নন্দীগ্রাম থেকে তিনি লড়াই করবেন। পরে যেন তাঁর কথার খেলাপ না করেন মুখ্যমন্ত্রী।

মুকুল রায় ছাড়াও এ বিষয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। বিজেপি সাংসদ অর্জুন সিং, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা। এভাবেই মুখ্যমন্ত্রীকে একটি আসন থেকে দাঁড়াবার হুঁশিয়ারি দিয়েছে দেখা গেল বিজেপিকে। অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজেপি নন্দীগ্রামে তাঁদের প্রার্থী ঘোষণা করছে না কেন? তবে কি তাঁরা ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রীকে?

প্রসঙ্গত, তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদিও বারবার আসছেন রাজ্যে। কিন্তু মুখ্যমন্ত্রীর বিকল্প হিসেবে কোন মুখ এখনো পর্যন্ত তাঁরা ঘোষণা করতে পারেননি। আর এই কারনেই বিজেপিকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে গিয়েছে তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!