এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, যোগদান করলেন গুরুত্বপূর্ণ বৈঠকে

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, যোগদান করলেন গুরুত্বপূর্ণ বৈঠকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য তথা দেশে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে, কিন্তু এর মধ্যেই আশঙ্কা বাড়ছে করোনার তৃতীয় ঢেউকে নিয়ে। বিশেষ করে রাজ্যের একাধিক স্থানে যেভাবে ডেলটা স্টেইনের সন্ধান মিলেছে সম্প্রতি, তা বিশেষজ্ঞদের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বহুগুনে। এই পরিস্থিতিতে সম্প্রতি গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমেরিকা থেকে দেশে ফিরে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের অন্যতম সদস্য তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি গতকাল। সাদর অভ্যর্থনা জানালেন মুখ্যমন্ত্রী অর্থনীতিবিদকে।

গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। করোনার তৃতীয় ঢেউকে কিভাবে রোখা যাবে? সে বিষয়ে বৈঠকে আলোচনা চলে। বৈঠক শেষে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, রাজ্যের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, চিকিৎসা সামগ্রী ও হাসপাতালে বেডের বন্দোবস্ত রয়েছে। তিনি জানান, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমস্ত রকম ব্যবস্থা করতে পেরেছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের এই প্রস্তুতির কথা জানানোর দায়িত্ব হলো সংবাদমাধ্যমের। সঠিকভাবে রাজ্যের সমস্ত মানুষের কাছে এ খবর পৌঁছে দেওয়ার কাজ করতে হবে সংবাদমাধ্যমকে। যার ফলে কোন মানুষ অসুস্থ হলেই প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন। অর্থনীতিবীদ জানালেন, কারও মনে যেন কোনো দ্বিধা না থাকে। বহু মানুষের মৃত্যু হয় শুধুমাত্র দেরি করে চিকিৎসা শুরু হওয়ার জন্য।

কিন্তু এখন থেকে সকলকে জেনে রাখা দরকার যে, অসুস্থ হবার সঙ্গে সঙ্গে তারা চিকিৎসা পরিসেবা পাবেন। বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার আবেদন জানালেন তিনি। গতকাল অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে, রাজ্যের করোনা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন যে, করোনার দ্বিতীয় ঢেউ যেরকম ভাবে রাজ্যের উপর আছড়ে পড়েছিল, এখন তার তুলনায় পরিস্থিতি অনেকটা আশাব্যঞ্জক রয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে দ্রুত করোনার তৃতীয় ঢেউ এসে পড়ার যথেষ্ট রকম আশঙ্কা রয়েছে। পুজোর আগেই এই ঢেউ এসে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের সঙ্গে। গতকাল নবান্নে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!