এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর বন্যা পরিস্থিতি পরিদর্শনকে প্রবল কটাক্ষ গেরুয়া শিবিরের

মুখ্যমন্ত্রীর বন্যা পরিস্থিতি পরিদর্শনকে প্রবল কটাক্ষ গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। জলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তিনি। সরকারি আধিকারিকের সঙ্গেও কথা বললেন জলে দাঁড়িয়ে। গতকাল সকালে হেলিকপ্টারে করে পৌঁছালেন তিনি ঘাটালের বঙ্গবাসী কলেজের মাঠে। সেখান থেকে দু নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন তিনি। সে সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ দেব। বহু মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন তিনি। তবে, তাঁর এই পদক্ষেপকে নাটক বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

গতকাল ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী জানালেন যে, পরিস্থিতি দেখে তিনি রিপোর্ট তৈরি করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করছে না কেন্দ্র সরকার। পরিকল্পিতভাবে বন্যা করা হচ্ছে। মাস্টার প্ল্যান নিয়ে বারবার বলা হলেও কেন্দ্র কিছুতেই তার অনুমোদন দিচ্ছে না। আগামী দিনে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সেচমন্ত্রীর কাছে তিনি প্রতিনিধিদল পাঠাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর গতকাল জলে দাঁড়িয়ে কথা বলার ভিডিও ও ছবি অল্পসময়ের মধ্যেই সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে নাটক বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী নাটক করছেন। সকলে যেখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ক্যামেরার সামনে সেখানে লোকদেখানো গোড়ালি ডোবা জলে দাঁড়িয়ে আছেন। রাজনীতির মঞ্চকে নাট্যমঞ্চে পরিবর্তন করেছেন তিনি।

একটি ছবিতে দেখা গেছে যে, মুখ্যমন্ত্রী যেখানে জলের মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন, তার পাশে রয়েছে বেশ কিছুটা শুকনো জায়গা। সেখানে আছেন একাধিক পুলিশ আধিকারিক, সাংবাদিকেরা, স্থানীয় মানুষ। এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী শুকনো জায়গায় দাঁড়িয়েই কথা বলতে পারতেন। কিন্তু তা না করে দীর্ঘক্ষন জলের মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন সরকারি আধিকারিকের সঙ্গে। যা নাটক ছাড়া আর কিছুই নয়। এভাবেই মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে প্রবল কটাক্ষ গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!