এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপা ও ছিঁড়ে ফেলার বিস্ফোরক অভিযোগ, কি বক্তব্য গেরুয়া শিবিরের?

মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপা ও ছিঁড়ে ফেলার বিস্ফোরক অভিযোগ, কি বক্তব্য গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর গোয়া সফরের আগেই রাতের অন্ধকারে কোথাও কালি ফেলে দেওয়া হল মুখ্যমন্ত্রীর ছবিতে, কোথাও তা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হলো। ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছিল, তারই পুনরাবৃত্তি ঘটেছে গোয়াতে। আর এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এটা করেছে। তবে,তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন যে, চোরের মায়ের বড় গলা। তাই যে চোর সেই চিৎকার করছে।

গোয়াতে তৃণমূলের পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেবার ঘটনা প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূলের বাড়বাড়ন্ত রোধ করতেই গতকাল এক গোপন বৈঠক করেছিল বিজেপি। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার পরিকল্পনা করে বিজেপি। এরপর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে কোথাও কালি ফেলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ছবিতে, কোথাও তা ছিড়ে টুকরো টুকরো করে দেয়া হয়েছে। এই ঘটনা গোয়ার রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার, এই ঘটনা প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বিজেপি শাসিত রাজ্যে ভোট পরবর্তী হিংসার কোন ঘটনা ঘটে না। ভোটের পূর্বেও কোন হিংসার ঘটনা ঘটে না। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁরা তাঁদের প্রায় ২০০ জন কর্মী-সমর্থককে হারিয়েছেন। বাংলায় বলা হয়, চোরের মায়ের বড় গলা, তাই যে চোর, সেই চিৎকার করছে।

এভাবে তৃণমূলের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা থেকে ব্যাপকভাবে শুরু হবে দুই দলের রাজনৈতিক প্রতিদ্বন্দিতা। যদিও এখনও গোয়াতে সবে খাতা খুলেছে তৃণমূল। তবে যেভাবে তৃণমূল নিজের সংগঠনকে বাড়াবার চেষ্টা করছে, যেভাবে একের পর এক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তাতে আগামী দিনে গোয়াতে বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে তৃণমূল, এমনটাও মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!