এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর কাজে বাধা, প্রবল ক্ষুব্ধ অভিষেক, বিজেপিকে একেবারে সমূলে বিনাশের চরম হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীর কাজে বাধা, প্রবল ক্ষুব্ধ অভিষেক, বিজেপিকে একেবারে সমূলে বিনাশের চরম হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৬ ই ও ৭ ই সেপ্টেম্বর বিশ্ব শান্তি সম্মেলনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল রোম থেকে। তবে মুখ্যমন্ত্রীর এই রোম সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অনুষ্ঠান সামঞ্জস্যপূর্ণ নয়। যার ফলে প্রবল বিঘ্ন উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীর রোম যাত্রায়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, শেষ পরিণতির জন্য তৈরি থাকতে। আর হুঁশিয়ারি দিলেন তিনি স্বয়ং প্রধানমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রীর রোম সফরে কেন্দ্রের বাধাদান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, এশিয়ার মধ্যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল। কিন্তু বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁকে রোম যেতে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়ছে বলেই, বিজেপির গায়ে জ্বালা ধরে যাচ্ছে বলে, দাবি করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, কংগ্রেসও এরকম একটি ভুল করেছিল। ২০১২ সালে এই ধরনের একটি ভুল করেছিল কংগ্রেস। এরপর ২০১৪ সালের পরিনাম সকলেই জানেন। এবার একই ধরনের ভুল করছেন প্রধানমন্ত্রী। তাই ২০২৪ সালের পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি জানান, তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী। আবার, এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশ্ব শান্তি সম্মেলনে বাংলাকে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু কেন্দ্র বলছে তিনি রোম যেতে পারবেন না তবে, এই সম্মেলনকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, ভবানীপুরে ভোটের পূর্বে মুখ্যমন্ত্রীর রোম সফরে বাধা দান করে তৃণমূলের হাতে কেন্দ্রের বিরুদ্ধে প্রচারের অস্ত্রই তুলে দিয়েছে বিজেপি। এর ফলে একটা বড়সড় প্রচারের ইস্যু পেয়ে গেছে তৃণমূল। আর এই বিষয়ে প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। আর এই ইস্যুকে বাংলার ইস্যু করে দিয়ে বিজেপিকে একেবারে মাত করে দেবার চেষ্টা করেছে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!