এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পের বিরুদ্ধে পথে নামলেন ব্যবসায়ীরা,লক্ষ্মীপুজোর দিনেই সিঁদুরে মেঘ

মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পের বিরুদ্ধে পথে নামলেন ব্যবসায়ীরা,লক্ষ্মীপুজোর দিনেই সিঁদুরে মেঘ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দুয়ারে রেশন প্রকল্প নিয়ে একের পর এক অভিযোগ উঠেছিল রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে। আর এবার রেশন ডিলার সংগঠন দুয়ারে নয় দোকানে রেশন এর প্রচার শুরু করেছে। আবার আগামী ২৫ সে অক্টোবর রানী রাসমণি রোডে সভা করতে চলেছে জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলারস অ্যাসোসিয়েশন। সবকিছু নিয়েই সিঁদুরে মেঘ দেখছে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প দুয়ারে রেশনের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে একের পর এক প্রশ্ন।

রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত মাসে ১৫ শতাংশ পাইলট প্রজেক্টে তারা অংশগ্রহণ করেছিলেন, আর সেই কাজ করতে গিয়ে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাদের। তারা জানিয়েছেন, বাড়িতে রেশন নেওয়ার ব্যাপারে অনেকেই যেমন অনেকে আগ্রহ দেখাননি, তেমনি এই প্রকল্পে তারা অতিরিক্ত খরচ ও একের পর এক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা জানিয়েছেন পাইলট প্রজেক্ট কখনোই দীর্ঘ সময় ধরে চলতে পারেনা। দুয়ারে রেশন প্রকল্প কার্যকর করা একেবারেই সম্ভব নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেশন ডিলার জয়েন্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এ প্রসঙ্গে জানিয়েছেন যে, তাঁদের অভিজ্ঞতায় দেখেছেন, অতিরিক্ত ব্যয়ভার ও আনুষঙ্গিক যা ক্ষতি হয়েছে, সেগুলোর সমস্তকিছু ঠিকভাবে হিসেব করে তাদের ন্যায্য পাওনা তাদের অবিলম্বে মিটিয়ে দেয়া হোক। তারা অভিযোগ করেছেন, একতরফাভাবে দুয়ারে রেশনের ক্লাস্টার গঠন করা হয়েছিল। এবার দুয়ারে নয় দোকানে রেশন নিয়ে প্রচার করার কাজ শুরু করেছে রেশন ডিলার সংগঠন।

রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, প্রতি কুইন্টালে কমিশন দিতে হবে ২০০ টাকা, যদিও রাজ্যের পক্ষ থেকে এই কমিশন বাড়িয়ে তা করা হয়েছে ১২৫ টাকা। এছাড়া এই প্রকল্প চালু করতে গেলে যে গাড়ির প্রয়োজন হবে, তার খরচ বহন করতে অনিচ্ছুক একাধিক রেশন ডিলার। রেশন ডিলারের জানিয়েছেন যে, এই প্রকল্প চালু করতে গেলে প্রতি মাসে অন্তত ৪২ হাজার টাকা অতিরিক্ত খরচ হবে, যে খরচ বহন করা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব নয়।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দুয়ারে রেশন প্রকল্প শুরু করার চিন্তাভাবনা করা হলেও, এই প্রকল্প নিয়ে বড় রকম ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার, এমনটাই ওয়াকিবহাল মহলের অভিমত। এর উপরে আগামী ২৫ সে অক্টোবর রানী রাসমণি রোডে সভার আয়োজন করেছে রেশন ডিলারদের সংগঠন। জানা গেছে, কর্মীর অভাব, করোনা পরিস্থিতি, অতিরিক্ত খরচ এই সমস্ত কিছুর কারণে দুয়ারে রেশন প্রকল্পতে যোগদান করবে না সংগঠন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!