এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পকে তীব্র কটাক্ষ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পকে তীব্র কটাক্ষ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের দরিদ্র মানুষদের জন্য এক বিশেষ প্রকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা হলো মায়ের রান্নাঘর প্রকল্প। কিছুদিন আগে বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এই প্রকল্প শুরু হতে চলেছে আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে নতুন প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। যা হলো মায়ের রান্নাঘর প্রকল্প। বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের পেট ভরে খেতে দেওয়ার জন্যই এই প্রকল্প গ্রহণ করেছেন তিনি। এতে মাত্র ৫ টাকা মূল্যে পাওয়া যাবে ভাত, ডাল, সবজি ও ডিম। রাজ্য সরকারের এই প্রকল্পকে তীব্র কটাক্ষ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেছেন যে, এই সমস্ত কিছু হলো নির্বাচনী ইশতেহার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজীব বন্দোপাধ্যায়ের মতে, মুখ্যমন্ত্রীর এই প্রকল্প ভোটের আগে মানুষকে বোকা বানানোর জন্য আনা হয়েছে। তিনি জানিয়েছেন যে, ভোট এসে গেছে বলেই দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মতো কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার। তৃণমূল বুঝে গেছে যে, তাদের পায়ের তলায় আর মাটি নেই। তিনি জানিয়েছেন যে, কেন্দ্রের সাহায্য ছাড়া কোন রাজ্যের উন্নতি হতে পারে না।

প্রসঙ্গত, মাত্র ৫ টাকায় ডিম ভাতের ব্যবস্থা করে আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে মাস্টার স্ট্রোক দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই বিশেষজ্ঞ মহলের দাবি। ইতিপূর্বে অন্নপূর্ণা, মায়ের থালির মতো প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর এই নয়া প্রকল্প নির্বাচন বৈতরণী পার করার উদ্দেশ্যেই করা হয়েছে। এই প্রকল্পকে ব্যবহার করে মানুষকে ভুলিয়ে নির্বাচনে সাফল্য লাভের পরিকল্পনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!