এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বিজেপি বড়সড় আন্দোলনের পথে, বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে জল্পনা

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বিজেপি বড়সড় আন্দোলনের পথে, বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এবার মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের আগে তাকে কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি দিলেন বর্তমান বিজেপি যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। যাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী তরজা চরম আকার ধারণ করেছে গোটা বাংলা জুড়ে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরকে কেন্দ্র করে তৎপরতা অবলম্বন করেছেন সেখানকার জেলা প্রশাসন।

আর তার মাঝেই মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় এলে তাকে যুব মোর্চার নেতা কর্মীরা কালো পতাকা দেখাবেন বলে হুঁশিয়ারি দিয়ে রাখলে তৃণমূলের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি নেতা সৌমিত্র খাঁ। এতদিন বিরোধীদলের নানা নেতাকে বিভিন্ন জায়গায় শাসক দলের পক্ষ থেকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ উঠতে শুরু করেছিল। কিন্তু সেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের প্রধানকে হেনস্থা বা কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি এর আগে কেউ বলার সাহস দেখাননি। কিন্তু এবার যেভাবে সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরের আগে এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন, তাতে সেখানকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, এদিন বাঁকুড়া শহরে মুখ্যমন্ত্রী সফরের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। আর সেখানে উপস্থিত হয়ে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “প্রত্যেকটা জায়গায় কালো পতাকা দেখানো হবে এবং প্রতিটি মোড়ে মোড়ে কালো পতাকা বাধব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের স্বৈরাচারী সরকার নিপাত যাক বলে প্রত্যেক জায়গায় স্লোগান হবে। আমাদের কাছে খবর রয়েছে, জঙ্গলমহলের সমস্ত গাছ কিভাবে বিক্রি করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।”

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, “পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের মানুষের রক্ত ঝড়িয়ে এখন ভোটের রাজনীতি করতে এসেছেন মমতা। পশ্চিমাঞ্চলের উন্নয়ন থমকে রয়েছে। তাই আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।” তবে যেভাবে মুখ্যমন্ত্রীর সফরের আগে বিজেপির পক্ষ থেকে তাকে কড়া ভাষায় হুঁশিয়ারি জানানো হল, তাতে রাজনৈতিক মহলে এখন ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

যদি সত্যি সত্যিই মুখ্যমন্ত্রীর সফরের মাঝে বিজেপি তাকে কালোপতাকা দেখায়, তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা কার্যত শাসক-বিরোধী তরজাকে সংঘর্ষের জায়গায় নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বিজেপির পক্ষ থেকে যখন এহেন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন তাকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাতরা বলেন, “বিজেপি নেতারা অশিক্ষিতর মতো কথা বলছেন। আর সৌমিত্র খার বক্তব্যকে আমরা পাগলের প্রলাপ হিসেবে ধরি। তার কথার গুরুত্ব নেই। ওদের লোকই নেই। তো কালো পতাকা কে দেখাবে!”

এদিকে বিজেপির পক্ষ থেকে যখন দাবি করা হচ্ছে তৃণমূলের অনেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এদিন সেই ব্যাপারেও বিজেপিকে কটাক্ষ করেছেন পুরুলিয়া জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা তৃণমূলে চলে আসায় ওদের দলীয় কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে। তাই ঠেকায় পড়ে এখন মিথ্যা কথা বলে কর্মীদের ভরসা যোগানোর চেষ্টা করছেন বিজেপি নেতারা।”

একাংশ বলছেন, যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি জমজমাট হয়ে উঠতে শুরু করেছে। এতদিন নানা রাজনৈতিক দলের নেতাকর্মীদের কালোপতাকা দেখানো বা বিক্ষোভ প্রদর্শন করা হত। কিন্তু এবার যেভাবে মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরের আগে তাকে কালোপতাকা দেখানোর হুঁশিয়ারি দিল বিজেপি নেতৃত্ব, তাতে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। যদি সত্যি সত্যিই মুখ্যমন্ত্রীর সামনে এই ধরনের বিক্ষোভ প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টি, তাহলে বিধানসভা নির্বাচনের আগে টালমাটাল হয়ে উঠতে পারে বাংলার রাজনৈতিক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!