এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যসচিবের বদলি নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে বিশেষ নির্দেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের

মুখ্যসচিবের বদলি নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে বিশেষ নির্দেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শুক্রবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আগামীকাল বেলা দশটার মধ্যে তাকে দিল্লির নর্থ ব্লকের কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রের এই নির্দেশ আসার পরেই কেন্দ্র রাজ্য সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে মুখ্যসচিবের বদলি নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে কোন রকম বক্তব্য না রাখার নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্ততপক্ষে, আগামীকাল তাঁর কাজে যোগদানের দিন পর্যন্ত এ বিষয়ে দলের রাজ্য নেতৃত্বকে নিশ্চুপ থাকার নির্দেশ দেয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। আজ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ বিজেপির রাজ্য নেতাদের কাছে এই নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, মুখ্যসচিবের বদলির বিষয় নিয়ে গণমাধ্যম বা প্রকাশ্যে রাজ্য বিজেপির কোন নেতাকে বা মুখপাত্রদের কোনো বক্তব্য না রাখতে।

ইতিপূর্বে, রাজ্যের বহু বিষয় নিয়ে বক্তব্য রাখতে দেখা গেছে বিজেপির রাজ্য নেতাদের। কিন্তু এবার কেন তাদের নিশ্চুপ থাকার নির্দেশ দেয়া হলো? বিজেপি সূত্রে জানা যাচ্ছে, যশ ঝড়ের পর প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। তাই তাঁর বিরুদ্ধে প্রটোকল ভাঙ্গার অভিযোগ করা হয়েছে। যার ফলে বিপাকে পড়েছে রাজ্য সরকার। এবার মুখ্যসচিবের বদলি নিয়ে বিজেপির কোন নেতা যদি কোন আলপটকা মন্তব্য করেন, তবে তাকে অস্ত্র করে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ কারণেই তাঁদের বিশেষ সতর্ক হয়ে নিশ্চুপ থাকার নির্দেশ দেয়া হয়েছে। অন্তত আগামীকাল পর্যন্ত তাঁদের এই নির্দেশ পালন করতে বলা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!