এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যসচিবের শীর্ষে আহরনে কি কোণঠাসা হতে পারেন একাধিক হেভিওয়েট? জানুন বিস্তারিত

মুখ্যসচিবের শীর্ষে আহরনে কি কোণঠাসা হতে পারেন একাধিক হেভিওয়েট? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বেশ নাটকীয় ভাবে মুখ্যসচিবের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত আলাপন বন্দ্যোপাধ্যায়কে গতকালই তাঁর মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিন বছরের জন্য এই পদে থাকতে চলেছেন তিনি। তাঁর এই শীর্ষপদে আহরণের ফলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অপর দুই হেভিওয়েট হয়ে যেতে পারেন কোণঠাসা। এমনটাই মনে করছেন, একাধিক রাজনৈতিক বিশ্লেষক। মুখ্যসচিবের এই পদপ্রাপ্তি অনেকটাই বদলে দিতে পারে নবান্নের প্রশাসনিক ব্যবস্থাকেও।

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা রূপে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পদপ্রাপ্তির পর রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের সমাপ্তি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ এই দপ্তরের মেয়াদ শেষ হলে আর নতুন করে মেয়াদ বাড়ানো হয়নি। এই দপ্তরের শীর্ষে থাকা সুরজিৎ কর পুরকায়স্থকে সিভিল সার্ভিস একাডেমিতে আনা হয়েছে। এরফলে মূল প্রশাসনিক ক্ষমতা থেকে বেশ কিছুটা দূরে সরে যেতে চলেছেন তিনি।

আবার, মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি গৌতম সান্যালও অনেকটা ফিকে হয়ে পড়তে পারেন মুখ্য উপদেষ্টার পদে তাঁর আহরণের কারণে। মমতা বন্দোপাধ্যায়ের একজন বিশ্বস্ত মানুষ হলেন গৌতম সান্যাল। দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করছেন তিনি। বাজপেয়ী সরকারের সময়ে তিনি ছিলেন রেলমন্ত্রীর দপ্তরের ওএসডি। সেসময় রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি যখন কয়লা মন্ত্রী হয়েছিলেন, তখন তিনি তাঁর প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, ইউপিএ ১ সরকারের সময়েও মমতা বন্দ্যোপাধ্যাযয়ের প্রাইভেট সেক্রেটারি ছিলেন গৌতম সান্যাল। এরপর তৃণমূল সরকার ক্ষমতায় এলে সচিবালয়তে যোগ দিয়েছিলেন তিনি। তিনি ছিলেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট। তাঁর পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি পদে যোগদান করেন তিনি। শাসনকার্যে মুখ্যমন্ত্রীর বিশেষ সহায়ক হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেষ্টা রূপে নিযুক্ত হওয়ার কারণে তাঁর কোণঠাসা হয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী একাধিকবার প্রশংসা করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ওপর তিনি যথেষ্ট সন্তুষ্ট। মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায়কে সৎ, নিষ্ঠাবান, শৃঙ্খলা পরায়ন অফিসার বলে প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ যতটা প্রশাসনিক, ততটা রাজনৈতিক। তাই মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবার জন্য এমন একজনের প্রয়োজন যার প্রশাসনিক দক্ষতা থাকবে, সেই সঙ্গে ড্রাফ্ট, ফাইল লোডিং সম্পর্কে দক্ষ থাকবেন। আবার রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা গ্রহণ করতে পারবেন। তাই, এবার আলাপন বন্দ্যোপাধ্যায় বিশেষ ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর যথেষ্টভাবে কোণঠাসা হয়ে পড়তে পারেন গৌতম সান্যাল ও সুরজিৎ কর পুরকায়স্থ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!