এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশমাতৃকাকে অপমানের অভিযোগ, রাজ্যকে আরও চাপে ফেলে দিল কেন্দ্র!

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশমাতৃকাকে অপমানের অভিযোগ, রাজ্যকে আরও চাপে ফেলে দিল কেন্দ্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাস নিয়ে দিল্লির রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরজা মাঝেমধ্যেই সামনে আসতে দেখা গেছে। আর এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ব্যাপক চাপে ফেলে দেওয়া হল। যেখানে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ তুলে সরব হল কেন্দ্রীয় সরকার। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপে পড়ে গিয়েছে দিল্লির আম আদমি পার্টি এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যার জেরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে ভারতবর্ষের রাজধানীতে।

সূত্রের খবর, এদিন জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। বস্তুত, বৃহস্পতিবার একটি ভিডিও বার্তার মধ্যে দিয়ে শিশুদের ফাইজার টিকা দেওয়ার আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর সেই সময় তার পেছনে থাকা জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন তিনি বলেন, “যখন মুখ্যমন্ত্রী টেলিভিশনে কথা বলছিলেন, তখন আমার চোখে পড়ে যায়, ওনার চেয়ারের পেছনে রাখা জাতীয় পতাকার দিকে। এটা সংবিধানের উলঙ্ঘন। জাতীয় পতাকা কি কেবল সাজানোর উদ্দেশ্যে লাগানো হয়েছিল! পতাকার মাঝের অংশ সবুজের দ্বারা ঢেকে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম অনুযায়ী, জাতীয় পতাকার ছবি এরকম নয়। ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসেনি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ টিকাকরণ সহ বিভিন্ন ইস্যুতে যখন কেন্দ্রের সঙ্গে দিল্লির সরকারের বিরোধ শুরু রয়েছে, তখন কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে দিল্লির মুখ্যমন্ত্রীকে চাপে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। এর ফলে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সরকার যথেষ্ট চাপে পড়ে গেলেন বলেই দাবি বিশেষজ্ঞদের।

একাংশ বলছেন, যদি সত্যিই এই ঘটনা ঘটে থাকে, তাহলে অত্যন্ত চাপের মুখে পড়ে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার পেছনে থাকা জাতীয় পতাকার যদি অবমাননা করা হয়, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন রীতিমত শোরগোল তৈরি হয়েছে।

যদি বাস্তবে এই ভিডিওতে কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ সত্যি হয়, তাহলে আরও বেশি করে সমালোচনার মুখে পড়তে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। যা বর্তমান পরিস্থিতিতে কার্যত অস্বস্তিকর হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়াল পাল্টা কোনো মন্তব্য করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!