এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ব মিটলো মোদীর? প্রশংসনীয় ট্যুইটের পর বাড়ছে জল্পনা!

মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ব মিটলো মোদীর? প্রশংসনীয় ট্যুইটের পর বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বছরে দেশের অন্যতম বৃহৎ রাজ্য হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তবে এখন থেকেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বেশ কিছুদিন আগেই উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচন হলেও, সেখানে বিজেপির ভরাডুবি যথেষ্ট চাপের মুখে ফেলে দিয়েছিল রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বকে। এক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারের নেতৃত্ব প্রদানকারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় কেন্দ্রীয় নেতৃত্ব যতই পঞ্চমুখ হোক না কেন, এই সময় থেকেই শীর্ষ নেতৃত্বের কাছে তার কদর কমতে শুরু করে বলে একটি খবর সামনে আসে। এমনকি যোগী আদিত্যনাথকে চাপে রাখার জন্য নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তিকে উত্তরপ্রদেশ সংগঠনের অন্যতম দায়িত্ব দেওয়া হয় বলেও জানা যায়।

আর এরপর থেকেই ক্রমশ পরবর্তী বিধানসভা নির্বাচনে যদি বিজেপি উত্তরপ্রদেশে ভালো ফল করতে না পারে, তাহলে যোগী আদিত্যনাথকে যে আর মুখ্যমন্ত্রী করবে না, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে যায় গেরুয়া শিবিরের একাংশ। পরবর্তীতে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগী আদিত্যনাথের বৈঠক শেষে জল্পনা আরও বাড়িয়ে দেয়। তবে উত্তরপ্রদেশের জেলা পরিষদ নির্বাচনে বিজেপির জয়লাভের পরই এবার কি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব মিটে গেল উত্তরপ্রদেশে বিজেপি মুখ্যমন্ত্রী তথা হিন্দুত্বের পোস্টারবয় বলে পরিচিত যোগী আদিত্যনাথের?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এদিন উত্তরপ্রদেশের জেলা পরিষদের একটি ভোটের ফলাফল সামনে আসে। যেখানে দেখা যায়, 75 টি আসনের মধ্যে 67 টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। ধরাশায়ী হয়ে গিয়েছে বিরোধীরা। আর তারপরেই উত্তরপ্রদেশ নিয়ে বিজেপির শীর্ষস্তরে কার্যত আশার আলো তৈরি হয়। একটি টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতৃত্বরা। যেখানে ট্যুইটে নরেন্দ্র মোদী লেখেন, “উত্তরপ্রদেশ জেলা পঞ্চায়েত ভোটে বিজেপির এই বিপুল সাফল্য জনতা জনার্দনের আশীর্বাদ। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। এই সাফল্যের পুরো কৃতিত্ব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দলের কর্মীদের নিরন্তর প্রচেষ্টাকে আমার কুর্নিশ জানাই।”

আর স্বয়ং নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই নানা বিষয়ে যোগী আদিত্যনাথের দূরত্ব তৈরি হয়েছে বলে খবর আসে। তবে এই অভূতপূর্ব ফলাফলের পড়ে সেই দূরত্ব কার্যত মিটে গেল বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। একাংশ বলতে শুরু করেছেন, উত্তরপ্রদেশে যদি বিজেপি সাফল্য না পায়, তাহলে আগামী লোকসভা নির্বাচনে দেশের ক্ষমতা দখল করা যে বিজেপির পক্ষে অত্যন্ত চাপের হয়ে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই উত্তরপ্রদেশে কিছুদিন আগেই হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের খারাপ ফলাফল দেখে কার্যত হতাশ হয়ে গিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। একাংশ এই ব্যাপারে দায়ী করতে শুরু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

কিন্তু জেলা পরিষদ নির্বাচনে বিজেপি ব্যাপক সাফল্য পেতে না পেতেই কার্যত প্রশংসিত হতে শুরু করলেন সেই যোগী আদিত্যনাথ। যার ফলে আগামী বিধানসভা নির্বাচনে যে তার ওপর ভরসা রেখেই উত্তরপ্রদেশে জয় আনার পক্ষে লড়াই করবে ভারতীয় জনতা পার্টি, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, জেলা পরিষদ নির্বাচনে সাফল্য পাওয়ার পর আগামী বছরে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি কতটা ভালো ফলাফল করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!