এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘মুখ্যমন্ত্রী নন, চাকরের মত পরিশ্রম করেন’ মেদিনীপুরের সভা থেকে বিরোধীদের জবাব মমতার!

‘মুখ্যমন্ত্রী নন, চাকরের মত পরিশ্রম করেন’ মেদিনীপুরের সভা থেকে বিরোধীদের জবাব মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি মানুষের লোক। বারবার এই কথা জনসভা থেকে শুরু করে প্রশাসনিক সভায় তুলে ধরেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের পর 2016 সালে দ্বিতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসীন হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার। কিন্তু এবার ফের আরও একটি অগ্নিপরীক্ষা‌। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তবে এবারের নির্বাচন যে অতীতের নির্বাচনের থেকে সম্পূর্ণরূপে আলাদা, তা বলাই যায়।

দিনকে দিন তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। দলের একের পর এক গুরুত্বপূর্ণ নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা চলে যাচ্ছেন গেরুয়া শিবিরে। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে দলবদলু নেতা-নেত্রীরা আক্রমণ করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে।

আর এই পরিস্থিতিতে যখন বিগত 10 বছর ধরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার কি কি কাজ করেছে বলে প্রশ্ন তুলছে বিরোধীরা, ঠিক তখনই নির্বাচনী সভা থেকে এর জবাব দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি মুখ্যমন্ত্রীর মত নন, বরঞ্চ চাকরের মত কাজ করেন বলে দাবি করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ মেদিনীপুরের সভা থেকে কুৎসাকারীদের জবাব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়, বিগত 10 বছরে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার কোনো কাজ করেনি। আর এই পরিস্থিতিতে সেই বিরোধীদের বক্তব্যকে রীতিমত খণ্ডন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মত কেউ মানুষের পাশে থেকে কাজ করেননি‌। আমি সারাদিন মানুষের জন্য কাজ করি। মুখ্যমন্ত্রীর মত কাজ করি না। চাকরের মত পরিশ্রম করি। যারা আমার নামে কুৎসা করে, তাদের এগুলো জানা উচিত।” স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে এবার রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্য দিয়ে কিছুটা আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝিয়ে দিলেন, বিরোধীরা সবসময় বিরোধিতা করার জন্য মুখিয়ে থাকে। কিন্তু তিনি সব সময় মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেন। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যখন তৃণমূল সরকারকে কাটমানি সহ অন্যান্য ইস্যুতে বিদ্ধ করা হচ্ছে, তখন সাধারণ মানুষের লোক হিসেবে সারাটা সময় তিনি কাজ করেন বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিরোধীদের দাবিকে নিজের এই বক্তব্যের মধ্যে দিয়ে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!