এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রী নয়, ঘরের মেয়ে মমতা! জনসংযোগের অভিনব চিত্র রাজ্যে!

মুখ্যমন্ত্রী নয়, ঘরের মেয়ে মমতা! জনসংযোগের অভিনব চিত্র রাজ্যে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধী নেত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝেমধ্যেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা যেত। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর তার নিরাপত্তা বেড়েছে। মানুষের সঙ্গে সম্পর্ক থাকলেও নিরাপত্তার কারণে অনেকটাই ব্যাঘাত ঘটেছে। কিন্তু এবার ফের ঘরের মেয়ে হিসেবে টাকিতে দেখা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে টাকি গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি চেয়ারে বসে মাছের ঝোল দিয়ে ভাত খেতে দেখা গেল তাঁকে।

সূত্রের খবর এদিন টাকি গ্রামে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গ্রাম বাসীদের সঙ্গে কথা বলেন তিনি। আর তারপরেই ভাঙ্গা চেয়ারে বসে দুপুরের আহার নেন মুখ্যমন্ত্রী। যেখানে তাকে ট্যাংরা মাছের ঝোল এবং ভাত দেওয়া হয়। সাথে ছিল ওলের তরকারি। বেশ তৃপ্তি সহকারে সেই খাবার খেতে দেখা যায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানকে। আর মুখ্যমন্ত্রীকে এইভাবে কাছে পেয়ে রীতিমত খুশি গোটা গ্রামের মানুষ।

যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, অনেকদিন পর আবার পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেল গোটা বাংলা। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার নিরাপত্তা বেষ্টনী এতটাই তীব্র হয়েছিল, যার কারণে সেভাবে সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল না বলে অভিযোগ করে বিরোধীরা। কিন্তু এবার সেই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে মানুষের সঙ্গে মিশে গিয়ে আবারও বাংলার ঘরের মেয়ের পরিচয় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!