এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে সরাতেই কি বিজেপির এই ব্লু-প্রিন্ট? চাপে পড়লেও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল!

মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে সরাতেই কি বিজেপির এই ব্লু-প্রিন্ট? চাপে পড়লেও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করলেও, পরাজিত হয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে মুখ্যমন্ত্রী হলেও মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় থেকে আগামী ছয় মাসের মধ্যে তাকে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করে জিতে আসতে হবে। আর তা না হলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, এটাই সংবিধানের নিয়ম। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এক্ষেত্রে রাজ্য মন্ত্রীসভায় এমন অনেক ব্যক্তি জায়গা পেয়েছেন, যাদেরকে মন্ত্রী থাকতে গেলে উপ-নির্বাচনে জয়লাভ করতে হবে। তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই উপনির্বাচন করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আর এর মাঝেই জল্পনা বাড়িয়ে উত্তরাখণ্ডের কোনো বিধানসভা কেন্দ্র থেকে জিতে না আসা মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামিকে দায়িত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি। অনেকে বলছেন, হাতে আর মাত্র দুটি মাস রয়েছে। তার মধ্যেই জিতে আসতে হত তীর্থ সিং রাওয়াতকে। কিন্তু একদিকে করোনা পরিস্থিতি এবং অন্যদিকে উত্তরপ্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এখানকার উপনির্বাচন করাবে না নির্বাচন কমিশন। আর সেই কারণেই কৌশলগতভাবে মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি নিজেদের চাপ মুক্ত করল বলেই মনে করা হচ্ছে।

সেদিক থেকে এখন এই গোটা বিষয়টি নিয়ে কিছুটা হলেও চিন্তায় পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরাখণ্ডের মত যদি পশ্চিমবঙ্গেও নির্দিষ্ট সময়ের মধ্যে উপনির্বাচন করা না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। আর সেই কারনেই বিজেপির পক্ষ থেকে কৌশল নিয়ে উপনির্বাচনের সময় দেরি করে দেওয়া হতে পারে বলেই দাবি করছেন একাংশ। আর এই গোটা বিষয়টি নিয়েই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

একাংশ বলছেন, উত্তরাখণ্ডের বিষয়টি সামনে রেখে এখন বিজেপি কৌশল নিতে পারে, যাতে বাংলাতে উপনির্বাচন না হয়। কেননা বাংলাতে উপনির্বাচন যদি ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত না হয়, তাহলে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই কৌশলকে সামনে রেখে করোনা পরিস্থিতি সহ একগুচ্ছ কারণ দেখিয়ে উত্তরাখণ্ডের মত পশ্চিমবঙ্গের নির্বাচন না করানোর জন্য কমিশনের কাছে নানা বিষয় তুলে ধরতে পারে গেরুয়া শিবির। যদিও বা বিজেপির এই যুক্তি কোনোমতেই খাটবে না বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করোনা ভাইরাসকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা সত্ত্বেও, পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচন হয়েছে। এখন সেখানে বাংলায় করোনা সংক্রমনের হার 2 শতাংশ। ফলে ওই সময় যদি 8 দফায় ভোট হতে পারে, তাহলে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই বলেই আমরা মনে করি। মুখ্যমন্ত্রীকে ছয় মাসের মধ্যে জিতে আসতে হবে। এখনও তার জন্য পর্যাপ্ত সময় রয়েছে। আমাদের আশা, নির্বাচন কমিশন তার আগেই উপনির্বাচন করাবে।”

অনেকেই বলতে শুরু করেছেন, বিজেপির পক্ষ থেকে যদি বাংলার উপনির্বাচন না করানোর জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিতে দেখা যায়, তাহলে গেরুয়া শিবির সম্পর্কে ভুল বার্তা যেতে পারে। কেননা এক্ষেত্রে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য বিজেপি সব সময় কৌশল করছে বলে দাবি করতে পারে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, উত্তরাখণ্ডের ক্ষেত্রে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই কয়েক মাস বাকি থাকার জন্য আর নতুন করে নির্বাচন করানোর দিকে নাও অগ্রসর হতে পারে নির্বাচন কমিশন।

সেদিক থেকে পশ্চিমবঙ্গে সম্প্রতি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। শুধুমাত্র কয়েকটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাকি। তাই করোনা পরিস্থিতি যখন নীচের দিকে নামতে শুরু করেছে, তখন সেই উপ-নির্বাচন করতে কমিশনের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না বলেই আশা করছে তৃণমূল কংগ্রেস। যদিও বা বিজেপির পক্ষ থেকে যে কৌশলগত ভাবে তৃণমূলের ওপর এই ব্যাপারে চাপ সৃষ্টি করা হবে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, উত্তরাখণ্ডের বিষয়কে হাতিয়ার করে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!