এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মুখ্যমন্ত্রীকে যোগ্য বিরোধী নেত্রী বলে কটাক্ষ হেভিওয়েট বিজেপি নেতার, ছড়ালো তীব্র জল্পনা

মুখ্যমন্ত্রীকে যোগ্য বিরোধী নেত্রী বলে কটাক্ষ হেভিওয়েট বিজেপি নেতার, ছড়ালো তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন যোগ্য বিরোধী নেত্রী। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, মুখ্যমন্ত্রীকে বিরোধী নেত্রী হিসেবে রেখেই বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসতে চলেছে ও সরকার গড়তে চলেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, লোকসভা ও বিধানসভা হচ্ছে বিরোধীদের স্থান। কিন্তু দুঃখের বিষয় ভারতে ও কোথাও বিজেপি শাসিত রাজ্যে সঠিক বিরোধী নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী নেত্রী হিসেবে দেখতে চান তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী আসনে রেখেই রাজ্যের ক্ষমতা দখল করবে বিজেপি।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, পশ্চিমবঙ্গে বিরোধী শূন্য কথার অর্থ হল – মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, জয়ী প্রার্থীদের জয়ের সার্টিফিকেট ছেড়ে দেওয়া, এই হচ্ছে রাজ্যের শাসন ব্যবস্থাকে বিরোধীশূন্য করার উপায়। কিন্তু বিজেপি বিশ্বাস করে গণতন্ত্রে। তাই প্রকৃত নির্বাচনের দ্বারাই পশ্চিমবঙ্গে ১৯৭৭ সালের পর আবার প্রথম কেন্দ্রও রাজ্য একদলীয় শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনের পর কেন্দ্র ও রাজ্যে একই সরকার গঠিত হবে। তিনি জানালেন বিজেপি দলটি তিলতিল করে গড়ে উঠেছে। আজ এই দল সমৃদ্ধ ও শক্তিশালী হয়েছে। তৃণমূলের মত অন্যের দল ভেঙে এই দল তৈরি হয়নি। তাই, কেউ যদি নিজের পুরনো দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিতে যোগদান করতে চান, তবে তাঁকে স্বাগত জানাবে বিজেপি। বিজেপি নামের রথ নিজের ক্ষমতায় সামনের দিকে এগিয়ে চলেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করেছিলেন। যার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানালেন যে, রাজনীতিতে অনেক বক্তব্য, পাল্টা বক্তব্য হয়ে থাকে। তবে কোনো অপ্রাসঙ্গিক ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়ে তাকে প্রাসঙ্গিক করে তুলতে চান না তাঁরা।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়েও রাজ্যের শাসকদল তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি জানালেন, মহিলা শিক্ষকদের বদলি নিয়ে তৃণমূল সরকার যা করেছে, সেইসঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া বিষয়ে তৃণমূল সরকার যা করেছে, বিজেপি ক্ষমতায় এলে তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এভাবেই সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখতে চেয়ে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল ফেলে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!