এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখমন্ত্রীকে রক্তপিপাসু বলে আক্রমণ বিজেপি নেতার,তীব্র বিতর্ক রাজ্যে !

মুখমন্ত্রীকে রক্তপিপাসু বলে আক্রমণ বিজেপি নেতার,তীব্র বিতর্ক রাজ্যে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ, বোমাবাজি, খুনোখুনির মতো বিষয়গুলি ক্রমশ বাড়ছে। গতকাল শনিবার হালিশহরে দুষ্কৃতীর হামলায় প্রাণ হারিয়েছেন জনৈক বিজেপি কর্মী। এই ঘটনার জন্য শাসকদল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব।

গতকালের এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রক্তপিপাসু’ বলে মন্তব্য করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। আজ রবিবার গতকালের হামলায় আহতদের দেখতে কল্যাণী হাসপাতালে গিয়েছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সে স্থলে মুখ্যমন্ত্রীর নামে গুরুতর অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেছেন তিনি।

গতকাল শনিবার বিকেলে হালিশহরের বারেন্দ্র গলি এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে যোগদান করেছিলেন। বিজেপি কর্মীদের এই কর্মসূচির সময়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। লাঠি, বাশ ইত্যাদি নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। প্রচন্ড মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল দুষ্কৃতীদের এই অকস্মাৎ আক্রমণে বেশকিছু বিজেপি কর্মী প্রচন্ড আহত হন। দুষ্কৃতীদের বেধড়ক মারে প্রাণ হারান জনৈক বিজেপি কর্মী সৈকত ভাওয়াল নামের এক যুবক। ঘটনায় শোরগোল পড়ে যায় সারা এলাকা জুড়ে। এরপর এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে আজ রবিবার কল্যাণী হাসপাতালে এসেছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। আহতদের সঙ্গে কথা বলেছেন তিনি।

গতকালের এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানালেন, এই ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ঘটানো হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে বাড়িতে বাড়িতে দলের হয়ে লিফলেট বিলি করছিল এক যুবক। সেজন্য এক নিরাপরাধ যুবকদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে।

এই ঘটনায় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী পদে থাকার আর কোন অধিকার নেই মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রীকে রক্তপিপাসু মহিলা বলে কটাক্ষ করে তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গের চারদিকে এখন শুধু মৃত্যু আর মৃত্যু। এমন দুসসহ পরিস্থিতি আর মানা হবে না বলে হুঁশিয়ারি দিলেন তিনি। এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!