এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীকে সরানোর লক্ষ্য দল ছাড়লেন প্রাক্তন হেভিওয়েট মহিলা সাংসদ, শোরগোল রাজনৈতিক মহলে

মুখ্যমন্ত্রীকে সরানোর লক্ষ্য দল ছাড়লেন প্রাক্তন হেভিওয়েট মহিলা সাংসদ, শোরগোল রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার উত্তরপ্রদেশে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। সোমবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ সিং যাদবের হাত ধরে কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করেন উন্নাও লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অনু টন্ডন। আর নতুন দলে যোগ দেওয়ার পরেই উত্তরপ্রদেশের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশ যাদবকে দেখতে চান বলে জানিয়ে দিয়েছেন প্রাক্তন এই কংগ্রেস সাংসদ। স্বাভাবিকভাবেই নতুন দলে যোগ দিয়ে অখিলেশ সিং যাদবের পক্ষে এই অনু টন্ডনের মন্তব্য নিঃসন্দেহে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, গত 29 অক্টোবর কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে নিজের ইস্তফা পত্র জমা দেন এই কংগ্রেস নেত্রী। তার পরই পার্টি থেকে বহিষ্কার করা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনার বিরুদ্ধে ক্রমাগত মন্তব্য করতে দেখা যাচ্ছিল অনু টন্ডনকে। আর এরপরই সোমবার আনুষ্ঠানিকভাবে অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগদান করেন এই নেত্রী। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী দিনে নিজের লক্ষ্য পরিষ্কার করেন অনু টন্ডন।

তিনি বলেন, “অখিলেশকে পরবর্তী মুখ্যমন্ত্রী করাই আমার একমাত্র লক্ষ্য। একজন নেতা হওয়ার সমস্ত গুণ তার মধ্যে রয়েছে।” স্বভাবতই নতুন দলে যোগ দেওয়ার সাথে সাথেই যেভাবে অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী করা তার প্রধান লক্ষ্য বলে দাবি করলেন এই কংগ্রেস নেত্রী, তাতে কংগ্রেস এবং বিজেপি উত্তরপ্রদেশে অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে প্রাক্তন সাংসদকে নিজেদের দলে যোগদান করাতে পেরে অনেকেই উজ্জীবিত অখিলেশ যাদব। এদিন তিনি বলেন, “বিজেপিকে পরাস্ত করতে এবং সমাজবাদী পার্টির শক্তি বাড়াতে বহু নেতাকর্মীরা দলে যোগ দিচ্ছেন। বিএসপির সঙ্গে যখন জোটে গিয়েছিলাম, সেই সময় আমি বলতাম, সাইকেলের দুটি চাকা। একটি রামমনোহর লোহিয়ার আদর্শে চলে এবং অন্যটি বি আর আম্বেদকরের আদর্শে। যখন বিজেপি বলে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টিকে পরাজিত করতে চায়, তখন তার অর্থ কি বুঝতে পারছেন!”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, দিল্লির মসনদ দখল করবে তা উত্তরপ্রদেশ ঠিক করে। যত দিন যাচ্ছে, ততই ভারতবর্ষের রাজনীতিতে বিরোধীরা সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে। অন্যদিকে বিজেপির প্রভাব বাড়তে থাকায় কিছুটা হলেও অপ্রাসঙ্গিক হয়ে যেতে শুরু করেছে কংগ্রেস। আর এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন সাংসদ যেভাবে দল ছেড়ে আগামী দিনে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী করাই তার একমাত্র লক্ষ্য বলে দাবি করলেন, তাতে কংগ্রেস এবং বিজেপি উভয়পক্ষ ব্যাপক চাপে পড়ল বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে উন্নাওয়ের প্রাক্তন কংগ্রেস সাংসদ অনু টন্ডন নতুন দলে যোগ দিয়ে তার লক্ষ্য কতটা পূরণ করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!