মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির, তীব্র শোরগোল রাজনীতি মহলে কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 19, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়াই করবার কথা গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নন্দীগ্রামের জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে, এর সঙ্গে সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, নিজের কেন্দ্র ভবানীপুরকেও তিনি হতাশ করতে চান না। তিনি জানিয়েছেন, সম্ভাব হলে দুটি জায়গা থেকেই তিনি লড়াই করবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীর জেতার কোনো সুযোগ নেই, এ কারণে তিনি নিরাপদ আসন খুঁজছেন। মুখ্যমন্ত্রীকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, গঙ্গার ওপারে গিয়ে কোন লাভ হবে না তাঁর। এটা হল রাম- লক্ষনের জুটি। এখানে ঘাসফুল কখনোই ফুটবে না। মুখ্যমন্ত্রীকে গঙ্গার ওপারে যাওয়ার কথা ভুলে যাবার পরামর্শ দিলেন তিনি। সেই সঙ্গে তিনি জানালেন যে, ফেব্রুয়ারি মাসের পর তৃণমূলের পার্টি অফিসে পতাকা দেবার লোক পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে সরগরম রাজ্য রাজনীতি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়াই করার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল কলকাতার সভা থেকে তিনি জানিয়েছেন যে, ভবানীপুরে পরাজিত হবেন বলেই, তিনি খুঁজছেন একটা নিরাপদ আসন। নন্দীগ্রামের মাটি শক্ত আছে? না নরম হয়ে গেছে? সেটা দেখতেই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করছেন, মুখ্যমন্ত্রী এর জবাব পেয়ে গিয়েছেন। বাকি জবাব দিয়ে দেবেন শুভেন্দু অধিকারী। এরপরই তিনি জানান যে, মুখ্যমন্ত্রীর গঙ্গার ওপারে গিয়ে কোন লাভ নেই। কারণ সেই জায়গায় আছে রাম- লক্ষণ অর্থাৎ দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী জুটি। সেখানে ঘাসফুল ফুটবে না। গঙ্গার ওপারে যাবার কথা মুখ্যমন্ত্রীকে ভুলে যাবার পরামর্শ দিলেন তিনি। তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রামে জয়লাভ করার চেষ্টা করছেন, তখন ভবানীপুর দখল করে নেবে বিজেপি। গতকাল কলকাতার সভা থেকে শুভেন্দু অধিকারীও তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি জানিয়েছেন যে, নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী নির্বাচনে লড়াই করতেই পারেন। তৃণমূল হলো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যেকোনো মিটিংয়ে দাঁড়িয়ে তিনি ঘোষণা করতে পারেন। কিন্তু বিজেপি হলো শৃংখলাবদ্ধ দল। কে কোথায় দাঁড়াবেন? তা কখনই সভায় বলা যায় না। এটাই তৃণমূল ও বিজেপির পার্থক্য। তিনি জানিয়েছেন নির্বাচনে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বা যেই প্রতিদ্বন্দ্বিতা করুন ৫০ হাজার ভোটে তাঁকে পরাজিত যদি করতে না পারেন, তবে, রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। আপনার মতামত জানান -