এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী ও এনসিপি’র প্রধানের বৈঠকের পূর্বেই বিশেষ বার্তা শিবসেনা মুখপাত্রের !

মুখ্যমন্ত্রী ও এনসিপি’র প্রধানের বৈঠকের পূর্বেই বিশেষ বার্তা শিবসেনা মুখপাত্রের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মুখ্যমন্ত্রীর মুম্বাই সফরের দ্বিতীয় দিনে দিনভর রয়েছে প্রচুর কর্মসূচি আর এরই মধ্যে একের পর এক কর্মসূচীগুলি সেরে নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে আজকে দুপুর তিনটে নাগাদ বৈঠকে বসবেন এনসিপি’র প্রধান শারদ পাওয়ারের সঙ্গে তাঁর বাসভবনে দুজনের মধ্যে আলোচনা হবে জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ।  যেহেতু দিল্লির রাজনীতিতে শারদ পাওয়ারের অভিজ্ঞতা দীর্ঘদিন তার সঙ্গে এনসিপি হল কংগ্রেসের একটি শরিক দল ।

 

তাই  বিজেপি  বিরোধী রাজনীতির দিকে  লক্ষ্য রেখে দুপুর তিনটার সময় বাংলার মুখ্যমন্ত্রী ও এনসিপি’র প্রধান শারদ পাওয়ারের সঙ্গে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিকবিদের  একাংশ  । আজ  দুপুর তিনটে শারদ পাওয়ারের সঙ্গে বৈঠকের আগেই শিবসেনা মুখপাত্র সঞ্জায় রাউৎ বলেন- “খুব ভালো বৈঠক হয়েছে। রাজনীতি নিয়ে কথাবার্তা হয়েছে। বাংলা ও মহারাষ্ট্র, চিরকাল অন্যায়ের বিরুদ্ধে লড়ে এসেছে। আগামীতেও কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না। শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন তা ভালো কথা। নিশ্চয় কোনও ভালো কথাই সামনে আসবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!