এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সাংবাদিকের উপর দুষ্কৃতী হামলা! নিন্দার ঝড়

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সাংবাদিকের উপর দুষ্কৃতী হামলা! নিন্দার ঝড়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরা রাজ্যে করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ বলে সংবাদ পত্রে একাধিক প্রতিবেদন প্রকাশ করতে দেখা যায় ত্রিপুরা রাজ্যের বেশ কিছু সাংবাদিককে। সংবাদপত্রের এমন বক্তব্য লক্ষ্য করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব গত শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে জানান, করোনা মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার, বারবার এমন খবর বারবার সংবাদপত্রে প্রকাশিত করে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বেশ কিছু সাংবাদিক। এই সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন, ” এই ধরনের কাজকে ক্ষমা করা হবে না।”

অন্যদিকে, গত শুক্রবারই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন সাংবাদিক পরাশর বিশ্বাস। বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন। এই ভিডিওতে তিনি করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা, রাজ্যের ভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারের অব্যবস্থা, সেই সঙ্গে সাংবাদিকদের প্রতি মুখ্যমন্ত্রী হুশিয়ারী ইত্যাদি নিয়ে নানা বক্তব্য রেখেছিলেন।

তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই বেশ কিছু মানুষ তাঁকে হুমকি দিয়েছিল। এরপর গত শনিবার আম্বাসায় তাঁর বাড়িতে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী অকস্মাৎ চড়াও হয়। তাঁকে প্রচণ্ড ভাবে মারধর করে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় মানুষের উদ্ধার করে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সদ্য করোনা মুক্ত হওয়া সাংবাদিক পরাশর বিশ্বাস প্রচণ্ড মারধোরের ফলে গুরুতর আহত অবস্থায় আগরতলার একটি হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন। সাংবাদিক পরাশর বিশ্বাস যে সংবাদপত্রে কর্মরত, সেই সংবাদপত্রের সম্পাদক এ প্রসঙ্গে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের হুঁশিয়ারি দেবার একদিন ও পরাশর বিশ্বাসের আপলোড করা ভিডিওর ঠিক ১২ ঘণ্টার মধ্যেই তাকে প্রচন্ড ভাবে মারধর করা হলো। এই আক্রমণের জন্য তিনি রাজ্যের শাসক দল বিজেপিকে সন্দেহ করছেন।

তবে ত্রিপুরা রাজ্য বিজেপি তাদের দিকে উত্থাপিত এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ত্রিপুরা রাজ্য বিজেপির পক্ষ থেকে এক বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে, ” ‌একজন সাংবাদিকের উপর এই ধরনের আক্রমণ খুবই নিন্দনীয়। তবে আমাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীরা যে দলেরই হোক না কেন, অবশ্যই শাস্তি পাবে।’‌’‌‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!