এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মুখ্যমন্ত্রীর বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন” সপ্তম দফার নির্বাচনের আগে মমতার অস্বস্তি বাড়িয়ে দিল কমিশন! জেনে নিন

“মুখ্যমন্ত্রীর বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন” সপ্তম দফার নির্বাচনের আগে মমতার অস্বস্তি বাড়িয়ে দিল কমিশন! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ থেকে শুরু করে নির্বাচন পরিচালনা, বিভিন্ন সময় কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে স্বয়ং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশনকে আক্রমন করে তারা “বিজেপির কথা মত চলছে” বলে মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। যে মন্তব্য নিয়ে কার্যত জলঘোলা পরিস্থিতি এবং চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিতর্ক তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে।

আর এই পরিস্থিতিতে সম্প্রতি তৃণমূল নেত্রী অভিযোগ করেন, কমিশনের আধিকারিকরা বেছে বেছে তৃণমূল কর্মীদের গ্রেফতার করছে। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার সাথে সাথেই তীব্র গুঞ্জন শুরু হয়। আর এবার তৃনমূল নেত্রীর সেই বক্তব্যকে কার্যত ভিত্তিহীন বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর,  জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কমিশন কোনো আধিকারিককে এরকম নির্দেশ দেয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করার পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার সেই অভিযোগকে কার্যত খন্ডন করে দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী সর্বতোভাবে মিথ্যা অভিযোগ করছেন। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় কমিশন মুখ খোলায় তৃণমূল নেত্রী যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের একাংশ বলতে শুরু করেছেন, কমিশনের আচার-আচরণ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিভিন্ন দফায় কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করতে দেখা গেছে তাকে। আর এবার সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেনোজির আক্রমণ করে কমিশনের আধিকারিকর তৃণমূল কর্মীদের গ্রেফতার করছে বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এবার সেই অভিযোগকে কার্যত খন্ডন করে কমিশন যে সম্পূর্ণরূপে নিরপেক্ষ, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করল জাতীয় নির্বাচন কমিশন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!