এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক, তৃণমূলকে কড়া চিঠি কমিশনের!

মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক, তৃণমূলকে কড়া চিঠি কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের হাতে চলে গিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। সেইমত নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় নিজেদের সুবিধার্থে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বদলাতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর এই সেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে।

মূলত, বুধবার নন্দীগ্রামে প্রচার করার সময় গাড়ির দরজায় আঘাত লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে। আর তারপরেই তাকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। তবে একাংশ অবশ্য এই ঘটনায় সহানুভূতি পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন বলে অভিযোগ করেছেন। কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টি তুলে ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে। তবে পাল্টা এবার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তৃণমূলকে কড়া চিঠি দিল নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় কমিশন বনাম রাজ্যের শাসকদলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছে, এই অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে সরব হন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কাল্পনিক চিত্র অঙ্কন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আঘাতকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে। নন্দীগ্রামে পূর্বপরিকল্পিত আঘাত করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের অধীনে আইন-শৃংখলার দায়িত্ব। উপযুক্ত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে। এডিজি আইন-শৃঙ্খলা, ডিজিকে বদল করল নির্বাচন কমিশন। রাজ্যের প্রশাসনকে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন করার চেষ্টা চলছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই তৃণমূলের পক্ষ থেকে যখন নির্বাচন কমিশনের পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তখন সেই বিষয় নিয়ে পাল্টা রাজ্যের শাসকদলের বক্তব্যকে কার্যত খারিজ করে দেওয়ার চেষ্টা করল নির্বাচন কমিশন। জানা গেছে, এদিন কমিশনের পক্ষ থেকে পাল্টা নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তৃণমূলকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ভোট ঘোষণার পর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন হয় না। প্রশাসনের দৈনন্দিন কাজে কমিশন হস্তক্ষেপ করে না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা দুর্ভাগ্যজনক বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

বলা বাহুল্য, নির্বাচন কমিশনের হাতে রাজ্যের আইন শৃংখলার দায়িত্ব যাওয়ার পরেই বেশকিছু বদল আনা হয়েছে কমিশনের পক্ষ থেকে। তবে এই ব্যাপারে যে রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেস খুব একটা সন্তুষ্ট নয়, তা প্রথম থেকেই আঁচ করা গিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত নেমে আসার পরেই সেই বিষয়টি তুলে ধরে কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে পাল্টা কমিশনের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হল। যেখানে নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে তৃণমূলকে কড়া চিঠি দিয়ে চাপে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!