এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ, আদালতের নির্দেশে ব্যাপক চাপে রাজ্য!

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ, আদালতের নির্দেশে ব্যাপক চাপে রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে পুজোর আগেই এবং পুজোর পরে মোট 32 হাজার শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়ে দেন তিনি। আর তারপর থেকেই রীতিমতো আশাবাদী হয়ে ওঠে চাকরিপ্রার্থীরা। তবে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেও, এবার সেখানে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। জানা গেছে, ইতিমধ্যেই এই ব্যাপারে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।

যেখানে ইন্টারভিউ তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তোলা হয়েছে। আর এবার সেই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ প্রাথমিকে নিয়োগ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করতে দেখা গেল কলকাতা হাইকোর্টকে। স্বাভাবিক ভাবেই বহু প্রতীক্ষিত উচ্চ প্রাথমিক এবং প্রাথমিকে নিয়োগের ব্যাপারে সরকার ঘোষণা করলেও, হাইকোর্টের নির্দেশের কারণে তা কার্যত বিশবাঁও জলে চলে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ইন্টারভিউ তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে সম্প্রতি বেশকিছু ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যেখানে মোট নম্বর উল্লেখ করার দাবি জানিয়েছিলেন তারা। আর সেই মতো করেই আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলাটি ওঠে। আর সেখানেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করার কথা জানিয়ে দেন বিচারপতি। পাশাপাশি আগামী জুলাই মাসের 9 তারিখে এর পরবর্তী শুনানি হবে বলেও জানিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে যে বড় জটিলতা আবার সামনে চলে এল, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি পরবর্তী শুনানির দিন না আসা পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বহুদিন ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ। সম্প্রতি এই ব্যাপারে নতুন দরজা খুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে শিক্ষক নিয়োগের ব্যাপারে তার ঘোষণা রীতিমতো আশার আলো তৈরি করেছিল বেকার যুবক-যুবতীদের মধ্যে। তবে ইন্টারভিউ তালিকা প্রকাশ করার পরেই কেন সেখানে নম্বর দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

আর তারপরেই গোটা বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ। এমনকি এই বিষয়ে আদালতে মামলা করা হয়। আর তারপর থেকেই উচ্চ প্রাথমিকে নিয়োগের বিষয়টি নিয়ে কার্যত জটিলতা তৈরি হয়। তবে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে সেই মামলা উঠতেই তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি। এক্ষেত্রে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ব্যাপক চিন্তায় পড়ে গেল সরকার থেকে শুরু করে চাকরিপ্রার্থীরা। সব মিলিয়ে আগামী 9 জুলাই এই ব্যাপারে হাইকোর্টের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!