এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনা সাংসদের, পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি

মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনা সাংসদের, পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একসময় শিবসেনা ছিল বিজেপির জোট সঙ্গী। তবে, গত ২০১৯ সালে শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কে চিড় ধরে। এনডিএ থেকে বেরিয়ে আসে শিবসেনা। এরপর শিবসেনা কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়। জোট করে মহারাষ্ট্রের কুর্সিতে বসেন শিবসেনার অন্যতম প্রধান উদ্ভব ঠাকরে। এরপর থেকেই বিজেপির প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে শিবসেনা। বিজেপির বিরুদ্ধে একাধিক বার শিবসেনা কটাক্ষ করেছে তাদের দলীয় মুখপাত্র সামনায়। এবার শিবসেনার দলীয় মুখপাত্র সামনায় বিজেপিকে আক্রমণ করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

শিবসেনার দলীয় মুখপাত্র সামনায় বিজেপিকে আক্রমণ ও সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। শিবসেনার দলীয় মুখপাত্র সামনায় তিনি জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্রীয় সরকার যেভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও জানালেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বড় মাপের রোডশো ও সমাবেশের আয়োজন করা হচ্ছে। আবার, এর সঙ্গে সঙ্গে করোনার সংক্রমণ রোধ করতে মহারাষ্ট্রর মতো রাজ্যে জারি করা হচ্ছে নাইট কার্ফু। তিনি অভিযোগ করেছেন, শাসকেরা বিধি অমান্য করেন, তার মূল্য দিতে হয় সাধারণ মানুষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিজেপিকে কটাক্ষ করার পর তার পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, শিবসেনার মতো দল যারা নিজেদের প্রাদেশীকতার কথাই বলে থাকে, তারাই এমন ধরনের কথা বলছে। তিনি অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চাইছেন। আজ তারা বিজেপিকে ভয় পাচ্ছেন। তিনি দাবি করেছেন, দেশের সমস্ত জায়গায় আছে বিজেপি।

তিনি জানালেন, বিজেপি বিশ্বাস করে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ এই নীতিতে। দেশ এখন সবচেয়ে বেশি সংগঠিত ও সুরক্ষিত আছে তিনি জানালেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গৌহাটি সমস্ত জায়গায় আছে বিজেপি। সঞ্জয় রাউত এর মত যারা বিচ্ছিন্নতাবাদের রাজনীতি আরম্ভ করেছেন, তাঁরা ভয় পাচ্ছেন বিজেপিকে। তাঁদের সঙ্গে মিল আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ কারণেই তারা থাকতে পারেননি বিজেপির সঙ্গে। তিনি দাবি করেছেন যে, বিজেপি সব সময় সারা ভারতের কথা বলে। সারাদেশকে বিজেপি এক মনে করে। এভাবেই শিবসেনার সাংসদকে তাঁর কটাক্ষের মোক্ষম জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!