এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি খড়্গপুরে

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি খড়্গপুরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতির কারণে ছ’মাস ধরে কোন জেলা সফর করতে পারেন নি মুখ্যমন্ত্রী। তবে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। করোনা কালে কিছুদিন আগেই সম্পন্ন হলো মুখ্যমন্ত্রীর । গত মাসের শেষ দিকে তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। এবারের জঙ্গলমহল সফরে আজ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। আগামীকাল ঝাড়গ্রামে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। আজ খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

আজ দুপুর সাড়ে তিনটায় হেলিকপ্টারে করে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়ামে আসছেন মুখ্যমন্ত্রী। স্টেডিয়ামে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরী করা হয়েছে। বিকেল চারটা থেকে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীর বৈঠকে কেন্দ্র করে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি জেলা প্রশাসনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধির বিষয়টিকেও বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। গুরুত্ব দেয়া হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্স এর বিষয়টিকে। সমস্ত চেয়ারগুলোকে রাখা হয়েছে সোশ্যাল ডিসটেন্স মেনে। এর সঙ্গেই চেয়ারগুলোকে স্যানিটাইজ করা হয়েছে। প্রশাসনিক কর্তাদের বলা হয়েছে, মাস্ক, ফেশ সিল্ডঃ পরিধান করে স্যানিটাইজার্ সঙ্গে নিয়ে তবেই বৈঠকে প্রবেশ করতে। সমস্ত প্রশাসনিক কর্তাদের করোনা টেস্ট করিয়েই বৈঠকে প্রবেশের ছাড়পত্র মিলেছে। তাদের সঙ্গে সঙ্গেই মাইক ম্যান, লাইট ম্যান সকলকেই করোনা টেস্ট করা হয়েছে। তার পরেই তাদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। সংবাদমাধ্যমকে রাখা হয়েছে সভাস্থলের বাইরে, একটি টেন্টের ভেতরে। যেখানে জয়েন্ট স্ক্রিন এলইডি স্কিনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রসঙ্গত আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর করতে চলেছেন। বিশেষত জেলার করোনা পরিস্থিতির বিষয়ে খোঁজ-খবর করবেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি কতটা মোকাবিলা করতে পেরেছে প্রশাসন, সে বিষয় নিয়ে প্রশ্ন ও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে করোনা পরিস্থিতির মধ্যে জনগণকে কতটা পরিষেবা সাফল্যের সঙ্গে প্রশাসন দিতে পারছে, সেই ব্যাপারেও তিনি প্রশাসনিক কর্তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!