এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে দিনহাটার তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে শুরু জল্পনা

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে দিনহাটার তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই বিস্ফোরক ফেসবুক পোস্ট করেছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তবে, কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেছেন? তা তিনি স্পষ্ট করে জানান নি। কিন্তু তাঁর এই পোস্টের মধ্যে একটা গভীর ইঙ্গিত আছে বলে, মনে করছেন অনেকে। ইতিপূর্বে তৃণমূলের এক সভা থেকে দলের একাংশের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, দলের লোকেরাই দলের ক্ষতি করছেন। কিছু নেতাদের উপর ক্ষোভ থেকেই দলবদল ঘটছে। এরপর, এবার ফেসবুক পোস্ট করে শোরগোল ফেলে দিলেন তিনি।

প্রসঙ্গত গতকাল সোমবার রাত প্রায় ১১ টার সময় ফেসবুকে একটি বিশেষ পোস্ট করেছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি লিখেছিলেন, ” এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। পারলে এক কোপে কাটবে। ” বিধায়কের এই ফেসবুক পোস্ট প্রকাশ্যে আসতেই তীব্র শোরগোল পড়ে যায়। কিন্তু কাকে উদ্দেশ্য করে তিনি এই ফেসবুক পোস্ট করেছেন? এখানে তিনি কাকে ইঙ্গিত করেছেন? তা তিনি পুরো ধোঁয়াশায় রেখে দিয়েছেন।

গতকাল তাঁর এই ফেসবুক পোস্ট ঘিরে যখন নানা জল্পনা চলছে, নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই আবহে আজ মঙ্গলবার সকালে আবারো একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি। এই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ” দাদার পুরনো খেলা শুরু। ” তাঁর এই ফেসবুক পোস্টকে নিয়ে আবার তীব্র জল্পনা শুরু হলো। তবে এখানে দাদা বলতে কাকে নিশানা করেছেন তিনি? তা তিনি স্পষ্ট করেননি। তিনি কি শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন? নাকি তিনি অন্য কাউকে বোঝাচ্ছেন? তাঁর উত্তর দেননি বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, সম্প্রতি কোচবিহার জেলার দিনহাটার বড়শাকদলে শাসকদল তৃণমূলের একটি সভা থেকে দলের কিছু নেতাকে কটাক্ষ করেছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। দলের বেশ কিছু নেতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন যে, তৃণমূলের লোকেরাই এই দলের ক্ষতি করে যাচ্ছেন। দলের একাংশের নেতাদের উপর ক্ষোভ থেকেই দলবদলের মতো ঘটনা ঘটছে তৃণমূলে। এর সঙ্গে তিনি জানিয়েছিলেন যে, তাঁকে বিজেপিতে যোগ দেবার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তাঁর এই বক্তব্যের পর তীব্র শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, এবার কি তবে তিনি দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে দল ছাড়তে চলেছেন?

এ প্রসঙ্গে বিধায়ক উদয়ন গুহ স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি তৃণমূলের আদর্শ দেখে এ দলে আসেননি। তিনি এসেছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনদিন বিজেপিতে চলে যান, তবেই তিনি বিজেপিতে যাবেন, না হলে যাবেন না।

এরপর, গতকাল ও আজ তিনি যেভাবে ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন, তা দেখে অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন যে, তবে কি দলের প্রতি তীব্র ভাবে ক্ষুব্দ হয়ে আছেন তিনি? তিনি কি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন? প্রসঙ্গত আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দল তৃণমূলে ক্রমশ বাড়ছে বিক্ষুব্ধ নেতা, মন্ত্রী, বিধায়কদের সংখ্যা। দলের বিক্ষুব্ধদের শান্ত করতে গিয়ে রীতীমতো নাকাল দলের শীর্ষ নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!