এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠির প্রত্যুত্তর করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ

মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠির প্রত্যুত্তর করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির জমি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অমর্ত্য সেনের বাড়ির কিছু অংশ বিশ্ববিদ্যালয়ের জমি বলে অভিযোগ করা হয়েছে বিশ্বভারতীর পক্ষ থেকে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছেও এসেছে একটি অভিযোগ পত্র। এই পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে তাকে একটি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বিতর্ক কালে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে থাকার বিশেষ বার্তা দিয়েছেন। সেইসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন যে, অমর্ত্য সেনের পারিবারিক সম্পত্তি নিয়ে এক ভিত্তিহীন অভিযোগ করেছে বিশ্বভারতীর বেশকিছু বহিরাগত। এই ঘটনা তাঁকে কষ্ট দিয়েছে। তিনি জানিয়েছেন, দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাই খারাপ শক্তিগুলো তাঁর শত্রু হয়ে উঠেছে। এই লড়াইতে অর্থনীতিবিদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর এই চিঠি ও পাশে থাকার বার্তা পেয়ে যথেষ্ট আনন্দিত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর সমর্থন পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। নিজের ব্যস্ততার মধ্যেও আক্রান্তের কথা যে মুখ্যমন্ত্রী বলেছেন, এজন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অর্থনীতিবীদ। মুখ্যমন্ত্রীর তাঁকে সমর্থন করে দেওয়া চিঠিতে অর্থনীতিবিদ যে যথেষ্ট ভরসা পেয়েছেন, সে কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে জমি বিতর্কে অর্থনীতিবীদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে গতকাল রবিবার প্রতিবাদ মিছিল করলেন রাজ্যের বেশ কিছু বুদ্ধিজীবী। গতকাল একাডেমীর সামনে বুদ্ধিজীবীদের প্রতিবাদ মিছিল চলে। এই মিছিলে যোগদান করেছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের জৈব প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন যে, অনুরাগ নাসিরুদ্দিনের মতো মানুষেরা যখন বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই তাদের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র করা হয়েছে। অমর্ত্য সেনের ক্ষেত্রেও এমন ষড়যন্ত্রই করা হয়েছে।

গতকাল বুদ্ধিজীবীদের প্রতিবাদ জ্ঞাপন কর্মসূচিকে বিশেষ কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, অমর্ত্য সেনকে নিয়ে নয়, তৃণমূল বাঁচাও অভিযান চলছে। তৃণমূল যখন ঝামেলায় পড়ে তখন আঁকড়ে ধরে শিল্পীদের। বুদ্ধিজীবীদের প্রতি তিনি জানিয়েছেন যে, তৃণমূল নামের জাহাজ ডুবে যাচ্ছে, তাই সেদিকে যেন না যান তাঁরা। তাহলে তাদেরকেও একসঙ্গে ডুবে যেতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!