এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরোনো মামলা খুঁচিয়ে তুলে ভোট আটকানোর অঙ্কে ব্যস্ত গেরুয়া শিবির

পুরোনো মামলা খুঁচিয়ে তুলে ভোট আটকানোর অঙ্কে ব্যস্ত গেরুয়া শিবির

গত শনিবার রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সময়সূচী প্রকাশ হলো। আর এই সময়সূচী প্রকাশের কিছু আগে বিজেপি নেতা মুকুল রায় এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের হাই কোর্টে বর্তমানে চলা কর্ম বিরতির কথা উল্লেখ করে বললেন, ” সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একবার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে তা ফিরিয়ে নেওয়া যায় না। কিন্তু নির্ঘণ্ট নিয়ে মামলা করারও কোনও পথ খোলা নেই। হাইকোর্টে কর্মবিরতি। এই কর্মবিরতি যদি এপ্রিলের তিন তারিখে প্রত্যাহার করেও নেওয়া হয়, তা হলেও কিছু করার নেই। কারণ, দুই এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি শুরু হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচন পক্রিয়া শুরু হয়ে যাবে। কোর্টে মামলা করলেও তার আর কোনও গুরুত্ব থাকবে না।” শুধু এইটুকুই নয় এদিন মুকুল বাবু রাজ্য সরকারের কাজের তীব্র সমালোচনা করে জানালেন, “সম্পূর্ণ ব্যাপারটাই রাজ্য সরকারের প্রি-প্ল্যানড। ১৯৭৮ থেকে নির্বাচন দেখছি। এই প্রথম একই দিনে রাজ্য সরকারের ভোটের দিন ঘোষণা এবং নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণা হল। তবুও ভোট ‘ওয়েলকাম’।” ১৯৯২ সালের একটি পুরোনো মামলার কথা উল্লেখ করে মুকুল বাবু এদিন বললেন, “আমারই করা মামলা রাজ্য সরকার বনাম মুকুল রায়। সেখানে বলা আছে, নির্বাচন ঘোষণার আগে পরীক্ষার তারিখ, পরীক্ষার্থীদের সুবিধা দেখতে হবে। ১৪ তারিখ পর্যন্ত রাজ্যে পরীক্ষা চলবে। মাইক্রোফোনে কোনও প্রচার করা যাবে না। প্রচার হবে মাত্র ১৫ দিন। ভোটের প্রস্তুতির সময় ৩০ দিন।রাজ্য সরকার কাজ করে থাকলে, এত ভয় কেন? বিরোধীদের কণ্ঠরোধ করা হল কেন?”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!