এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুকুল-অর্জুন গড়ে আবারও বড় ভাঙ্গন বিজেপিতে! ঘাসফুল শিবির ক্রমশ শক্তিশালী!

মুকুল-অর্জুন গড়ে আবারও বড় ভাঙ্গন বিজেপিতে! ঘাসফুল শিবির ক্রমশ শক্তিশালী!


আগামী 4 জানুয়ারি ভাটপাড়া পৌরসভার অনাস্থা ভোট। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন তৃণমূল নেতা অর্জুন সিংহ বিজেপি থেকে দাঁড়িয়ে জয়লাভ করেন। আর তারপর থেকেই উত্তর 24 পরগনার একাধিক পৌরসভা বিজেপির দখলে আনতে সক্ষম হন তিনি।

পাশাপাশি ভাটপাড়া পৌরসভায় তৃণমূল কাউন্সিলরদের বিজেপিতে নিয়ে এসে সেই পৌরসভার রংও গেরুয়া হয়ে যায়। তবে বেশ কিছুদিন হল অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কাউন্সিলররা ফের তৃণমূলে ফিরে আসতে শুরু করেছেন। আর এতেই কিছুটা হলেও উজ্জীবিত হয়েছে রাজ্যের শাসক দল।

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের পরবর্তী কালে যে সমস্ত পৌরসভা বিজেপির দখলে চলে গিয়েছিল, সেই সমস্ত পৌরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তবে একমাত্র ভাটপাড়া পৌরসভা দখল করা বাকি রয়েছে তাদের। কিন্তু সেই ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে এবার বিজেপির অর্জুন সিংয়ের শক্তঘাঁটি ভাটপাড়ায় বড়সড় ব্যাকফুটে পড়ল ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার জেরে এদিন ভাটপাড়ায় একটি প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস। আর সেখানেই অর্জুন সিংহের ঘনিষ্ঠ নেতা গোপাল রাউতের নেতৃত্বে প্রায় 500 বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। আর ভাটপাড়ায় অনাস্থা আনার আগে অর্জুন সিংহের অস্বস্তি বাড়িয়ে তার ঘনিষ্ঠ নেতা সহ প্রচুর বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল অনেকটাই সাফল্য পেল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

অনেকে বলছেন, লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে যেভাবে উত্তর 24 পরগনা জেলা জুড়ে বিজেপির প্রভাব ছিল, তার পেছনে মূল কৃতিত্ব ছিল মুকুল রায় এবং অর্জুন সিংহের। কিন্তু যত দিন যাচ্ছে, ততই এখানে বিজেপি তাদের অস্তিত্ব হারাতে শুরু করেছে। আর এই অবস্থায় অর্জুন সিংহের ঘনিষ্ঠ নেতা সহ প্রচুর বিজেপি কর্মী যেভাবে তৃণমূলে যোগদান করলেন, তাতে ভবিষ্যতে তারা কীভাবে পথ চলবে, তা অবশ্যই চিন্তার কারণ।

এদিন এই প্রসঙ্গে প্রচুর কর্মীকে নিজেদের দলে যোগদান করিয়ে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, “ভাটপাড়ায় কোনো বাহুবলির রাজত্ব চলবে না। এই মুহূর্তে ব্যারাকপুর লোকসভা ভোটে বিজেপি লক্ষাধিক ভোটে পরাজিত হবে‌। মানুষ ভুল বুঝতে পেরেছে। তাই অর্জুন ঘনিষ্ঠ তৃণমূলে ফিরে আসছেন। ভাটপাড়া পৌরসভা শীঘ্রই আমাদের দখলে আসবে। আস্থা ভোটের আগেই বিজেপি ছেড়ে এই যোগদান তৃণমূলকে আরও শক্তিশালী করল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!