এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুকুল-অরূপের হাত ধরে দলবদল, সামঞ্জস্য এল তৃণমূল-বিজেপিতে

মুকুল-অরূপের হাত ধরে দলবদল, সামঞ্জস্য এল তৃণমূল-বিজেপিতে

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের শাসক দলের অন্দরে ভাঙ্গন ধরতে শুরু করে। একের পর এক কাউন্সিলর, বিধায়ক, নেতারা ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখান। যার জেরে বিভিন্ন পৌরসভায় লাগে গেরুয়া রঙের ছোঁয়া। অন্যদিকে একের পর এক জনপ্রতিনিধি তাদের দল ছেড়ে বিরোধী দল বিজেপিতে নাম লেখানোয় হতাশ হয়ে পড়ে তৃণমূল।

সম্প্রতি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বনগাঁ পৌরসভার তৃণমূল কাউন্সিলররা নিজেদের হাতে বিজেপির পতাকা তুলে নেন।এখানে শেষ নয়, আরও অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা। আর এই পরিস্থিতিতে এবার ফের তৃণমূল ছেড়ে বিপুল সংখ্যক কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার হাওড়ার শিবপুরে পাবলিক লাইব্রেরী হলে বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বিভিন্ন দল থেকে বেশ কিছু কর্মী সমর্থক গেরুয়া শিবিরে যোগ দেন। এদিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, রাজ্য সম্পাদক শ্যামাপদ মন্ডল, হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। অন্যদিকে এদিন সেই হাওড়াতেই বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূলে নাম লেখান।

সূত্রের খবর, এদিন হাওড়ার তৃণমূল ভবনে বালি বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট অঙ্কিত আগরওয়ালের নেতৃত্বে বেশকিছু বিজেপি কর্মী সমর্থক হাওড়া জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী অরূপ রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের পর যেভাবে রাজ্যে দলবদলের হিড়িক শুরু হয়েছে, তাতে বিজেপি অনেকটাই এগিয়ে থাকলেও এবার গেরুয়া শিবিরকে চাপে রাখতে এবং বিজেপির কর্মী সমর্থকদের নিজেদের পতাকা হাতে ধরিয়ে তৃণমূলও প্রমাণ করতে মরিয়া হল যে তারাও এই দলবদল প্রক্রিয়ায় পিছিয়ে নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!