তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন মুকুল রায়, রাজ্য December 28, 2017 আজ আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে একটি জনসভা রয়েছে বিজেপির ।আর সেখানে যোগ দিতে এসে মুকুল রায় এদিন ফের তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন।তিনি এদিন পাহাড়ে অশান্তির ছড়ানোর জন্য মূলত তৃণমূলকেই দায়ি করেছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে এই জনসভাতেই তিনি জানাবেন যে কীভাবে তৃণমূল পাহাড়ে অশান্তি ছড়িয়েছিল। তিনি তৃণমূলের বিরুদ্ধে আরও তোপ দেগে বলেন কেউ আর তৃণমূল করবে না। আগামীদিনে তৃণমূল কংগ্রেস বলে আর কিছুই থাকবে না। দলটাই উঠে যাবে। ওয়ান ম্যান পার্টি, যেমন লালু ও মুলায়মের পার্টি উঠে যাওয়ার মুখে। ওয়ান ম্যান পার্টি আর থাকবেন না।আজকের বিজেপির এই জনসেবায় দিলীপ ঘোষ, এস এস আলুওয়ালিয়া, বাবুল সুপ্রিয় সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আপনার মতামত জানান -